স্বপ্নহারা দ্বিতীয় পর্ব
স্বপ্নগুলো উড়ে গেছে পাখি হয়ে
ডানা মেলেছে তারা আজ তেপান্তরে
তোমারও কি ছিল স্বপ্ন এমন করে
যা আজ কাঁদায় শুধু বারেবারে।
ঐ দেখ স্বপ্ন নিয়ে উড়ে যায় সময়
কিছুতেই তারে বেঁধে না রাখা যায়
কত মন রাঙানো মধুর স্বপন ছিল
সবই কালের বুকে নিলো আশ্রয়।
ঐ জলধির বুকে ভেসে ভেসে স্বপ্নেরা
দেখ মোর স্বপ্নেরা সুদূরে তে হারায়
তুমি কি ফেরাতে পারো স্বপ্নগুলোকে
নিয়ে আসতে পারো মোর আঙিনায়।
ঐ দেখ সারাদিন বরিষণ হয়ে ঝরে যায়
আমার সাধের কত কত মধুময় স্বপন
আমি তো পারিনি ধরে রাখতে সঙ্গোপনে
তুমি কি জাগাবে নতুন কোনো আলোড়ন।
স্বপ্ন হারার বুকে জ্বলছে যে আগ্নেয়গিরি
কভু তার উত্তাপ কি তোমার বুকেও বাজে
তুমিও কি টের পাও কভু ব্যথিতের বেদন
জানিনা তবু বলছি তোমাকে সকাল সাঝে।
ডানা মেলেছে তারা আজ তেপান্তরে
তোমারও কি ছিল স্বপ্ন এমন করে
যা আজ কাঁদায় শুধু বারেবারে।
ঐ দেখ স্বপ্ন নিয়ে উড়ে যায় সময়
কিছুতেই তারে বেঁধে না রাখা যায়
কত মন রাঙানো মধুর স্বপন ছিল
সবই কালের বুকে নিলো আশ্রয়।
ঐ জলধির বুকে ভেসে ভেসে স্বপ্নেরা
দেখ মোর স্বপ্নেরা সুদূরে তে হারায়
তুমি কি ফেরাতে পারো স্বপ্নগুলোকে
নিয়ে আসতে পারো মোর আঙিনায়।
ঐ দেখ সারাদিন বরিষণ হয়ে ঝরে যায়
আমার সাধের কত কত মধুময় স্বপন
আমি তো পারিনি ধরে রাখতে সঙ্গোপনে
তুমি কি জাগাবে নতুন কোনো আলোড়ন।
স্বপ্ন হারার বুকে জ্বলছে যে আগ্নেয়গিরি
কভু তার উত্তাপ কি তোমার বুকেও বাজে
তুমিও কি টের পাও কভু ব্যথিতের বেদন
জানিনা তবু বলছি তোমাকে সকাল সাঝে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ০৫/০২/২০২৩সুন্দর লিখেছেন । ভালো লাগলো পড়তে