প্রার্থনায়
যদি সব আশা হারিয়ে যায়
হতাশায় ডুবে যায় তব হৃদয়
তবু হাল ছেড়ো না ওগো বন্ধু
জেনে রেখো আল্লাহ্ দয়াময়।
যদি কোনো কূল খুঁজে না পাও
দু'চোখেতে শুধু আঁধার ই রয়
তবু ভেঙ্গে পড়ো না ওগো বন্ধু
জেনে রেখো আল্লাহ্ দয়াময়।
যদি দিকহারা হয়ে যাও কভু
কোনো পথ আর খোলা না রয়
তবু নিরাশ হইও না ওগো বন্ধু
জেনে রেখো আল্লাহ্ দয়াময়।
যদি দুরাশায় হতাশায় ডুবে যাও
ছেড়ো না হাল এসো প্রার্থনায়
ডাকো আল্লাহ্ কে পেয়ে যাবে পথ
কারণ আল্লাহ্ পরম করুণাময়।
হতাশায় ডুবে যায় তব হৃদয়
তবু হাল ছেড়ো না ওগো বন্ধু
জেনে রেখো আল্লাহ্ দয়াময়।
যদি কোনো কূল খুঁজে না পাও
দু'চোখেতে শুধু আঁধার ই রয়
তবু ভেঙ্গে পড়ো না ওগো বন্ধু
জেনে রেখো আল্লাহ্ দয়াময়।
যদি দিকহারা হয়ে যাও কভু
কোনো পথ আর খোলা না রয়
তবু নিরাশ হইও না ওগো বন্ধু
জেনে রেখো আল্লাহ্ দয়াময়।
যদি দুরাশায় হতাশায় ডুবে যাও
ছেড়ো না হাল এসো প্রার্থনায়
ডাকো আল্লাহ্ কে পেয়ে যাবে পথ
কারণ আল্লাহ্ পরম করুণাময়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ০১/০২/২০২৩
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০১/০২/২০২৩নাইস
মুগ্ধতা অশেষ