সংশোধন
দুনিয়ার এই বাহদুরি কত দিনের
মরে যেতে হবে যে ওরে ও ভাই
আজ ঠকালে কাল হিসেব দিতে হবে
নিজেরে সংশোধন করে নেয়া চাই।
ধরায় শুরু থেকে আজ তক
অমর হতে পারেনি কেউ ভাই
তবে কি আশায় তব জাড়িজুড়ি
কেন তবে বাহদুুরি এত অযথাই।
ধরায় দু'সেকেন্ডের জীবন পেয়ে
আপনার জিত্ তুমি বুঝে নিলে
পরোয়া করলে না কাউকেই ভাই
ভেবে দেখ কি হবে সময় ফুরালে।
সময় তোমার ফুরিয়ে যাবে যাবেই
দুনিয়ায় স্থায়ী কিছুই যে না হবে
থাকতে সময় নিজেরে বাঁচাও তবে
সৎ কর্ম ছাড়া বলো কি আর রবে।
সময় থাকতে এবার করো সংশোধন
নিজের ভুলগুলো শুধরে নাও তবে
ঠকাইও না তুমি কোনো দুর্বলজনে
করো সৎ কাজ যা চিরকাল ই রবে।
দুনিয়ার বাহদুরি বেশিদিনের নয়
মরে যেতে হবে যে ওরে ও ভাই
চিনে আল্লাহ্ রাসুল করো তওবাহ্
সময় থাকতে হুসিয়ার হওয়া চাই।
মরে যেতে হবে যে ওরে ও ভাই
আজ ঠকালে কাল হিসেব দিতে হবে
নিজেরে সংশোধন করে নেয়া চাই।
ধরায় শুরু থেকে আজ তক
অমর হতে পারেনি কেউ ভাই
তবে কি আশায় তব জাড়িজুড়ি
কেন তবে বাহদুুরি এত অযথাই।
ধরায় দু'সেকেন্ডের জীবন পেয়ে
আপনার জিত্ তুমি বুঝে নিলে
পরোয়া করলে না কাউকেই ভাই
ভেবে দেখ কি হবে সময় ফুরালে।
সময় তোমার ফুরিয়ে যাবে যাবেই
দুনিয়ায় স্থায়ী কিছুই যে না হবে
থাকতে সময় নিজেরে বাঁচাও তবে
সৎ কর্ম ছাড়া বলো কি আর রবে।
সময় থাকতে এবার করো সংশোধন
নিজের ভুলগুলো শুধরে নাও তবে
ঠকাইও না তুমি কোনো দুর্বলজনে
করো সৎ কাজ যা চিরকাল ই রবে।
দুনিয়ার বাহদুরি বেশিদিনের নয়
মরে যেতে হবে যে ওরে ও ভাই
চিনে আল্লাহ্ রাসুল করো তওবাহ্
সময় থাকতে হুসিয়ার হওয়া চাই।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০১/০২/২০২৩নাইস পোস্ট
-
ফয়জুল মহী ০১/০২/২০২৩ভিন্নমাত্রার কবিতা
বাস্তবে মিলে যায় সব-ই তা -
শুভজিৎ বিশ্বাস ০১/০২/২০২৩সুন্দর লিখেছেন