রোহিঙ্গা অষ্টম পর্ব
ধর্মের বিচারে করো না মানুষের বিচার
রোহিঙ্গাদের মানুষ ভাবো সবে
ফিরিয়ে দাও তাদের অধিকার।
আরাকানের ঐ ভূমি রোহিঙ্গাদের
তাদের হত্যা বন্ধ করো বৌদ্ধ কীট সবে
ফিরিয়ে দাও তাদের অধিকার।
নাফ নদীর জলে থেকে থেকে
কেন রোহিঙ্গা লাশ ভাসে
বলো কেন মানুষের লাশ ভাসে
বিশ্ব বিবেক জবাব দাও
ফিরিয়ে দাও রোহিঙ্গাদের অধিকার।
বিশ্ব মানবতা ধ্বংসে এই গণহত্যা
প্রতিরোধে রুখে দাঁড়াও বিবেকবান সবে
আর ফিরিয়ে দাও ফিরিয়ে দাও এবার
রোহিঙ্গাদের ন্যায্য অধিকার।
রোহিঙ্গাদের মানুষ ভাবো সবে
ফিরিয়ে দাও তাদের অধিকার।
আরাকানের ঐ ভূমি রোহিঙ্গাদের
তাদের হত্যা বন্ধ করো বৌদ্ধ কীট সবে
ফিরিয়ে দাও তাদের অধিকার।
নাফ নদীর জলে থেকে থেকে
কেন রোহিঙ্গা লাশ ভাসে
বলো কেন মানুষের লাশ ভাসে
বিশ্ব বিবেক জবাব দাও
ফিরিয়ে দাও রোহিঙ্গাদের অধিকার।
বিশ্ব মানবতা ধ্বংসে এই গণহত্যা
প্রতিরোধে রুখে দাঁড়াও বিবেকবান সবে
আর ফিরিয়ে দাও ফিরিয়ে দাও এবার
রোহিঙ্গাদের ন্যায্য অধিকার।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ০১/০২/২০২৩শক্তিশালী প্রতিবাদ।
-
ফয়জুল মহী ৩১/০১/২০২৩অসাধারণ কবি।
শুভ কামনা নিরন্তর। -
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ৩১/০১/২০২৩বেশ