www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কবি

এ ঘর ভে‌ঙ্গে যা‌বো পা‌রি না‌রে
ব‌ন্ধি আ‌মি। আমার কথা কেউ শো‌নে না‌রে।


উদাস পা‌খি গান গে‌য়ে যায়
হাতছা‌নি দি‌য়ে আমায় ডে‌কে যায়
তবু আ‌মি সাড়া দি‌তে পা‌রি না‌রে
‌কেউ আমায় বেঁ‌ধে রা‌খে এ‌কেবা‌রে
ব‌ন্ধি আ‌মি।আমার কথা কেউ শো‌নে না‌রে।


সাদা কা‌লো মে‌ঘেরা উ‌ড়ে উ‌ড়ে যায়
ব‌লে যা‌বে আমা‌দের স‌ঙ্গে অ‌চেনায়
আ‌মি উন্মুক্ত হৃদ‌য়ে সাড়া দি‌তে চাই বা‌রেবা‌রে
তবু সময় বাঁধা হ‌য়ে দাঁড়ায়।আমায় ছা‌ড়ে না‌রে
আ‌মি ব‌ন্ধি।আমার কথা কেউ শো‌নে না‌রে।


‌ঢেউ‌য়ে ঢেউ‌য়ে জল‌ধির জলধারা ব‌য়ে যায়
ব‌লে স্রো‌তে স্রো‌তে ভে‌সে ভে‌সে যা‌বে নিরালায়
আ‌মি তো মন ভা‌সি‌য়ে দি‌য়ে‌ছি।যে‌তে চাই সুদূ‌রে
ধর‌তে চাই,খুঁ‌জে পে‌তে চাই অ‌চিন অ‌চেনা‌রে
তবু ভাসা হ‌লো না‌রে।কে যেন বেঁ‌ধে রা‌খে মো‌রে
আ‌মি ব‌ন্ধি।আমার কথা কেউ শো‌নে না‌রে।


এ ঘর ভে‌ঙ্গে যা‌বো আ‌মি পা‌রি না‌রে
ব‌ন্ধি আ‌মি।আমার কথা কেউ শো‌নে না‌রে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৮৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩১/০১/২০২৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • খুব ভাল লেখা
  • খুউব সুন্দর হয়েছে।
  • শুভজিৎ বিশ্বাস ০১/০২/২০২৩
    ভালো লাগলো
  • ফয়জুল মহী ৩১/০১/২০২৩
    সুন্দর সাবলীল কথা প্রিয় ,
    শুভ কামনা রইলো
 
Quantcast