রোহিঙ্গা ৭ম পর্ব
কি নিদারুণ দৃশ্য !
মানুষের হাতে মানুষ খুন
আপনার স্বার্থে নিমিষেই রক্তপান
স্ব-জাতির রক্তপানে রক্ত লোলুপের জয়োল্লাস।
আহারে ! আদম সন্তান !
নদীর জল আজ হয়েছে রক্তজল
তার বুকে ভাসে মানুষের লাশ
মানুষের পরিচয় আজ হয়েছে শরনার্থী।
কি নিদারুণ রোহিঙ্গার জীবন !
আকাশে বাতাসে আজ শোক মাতম
অসহায় রোহিঙ্গার খুনে বৌদ্ধ কীটের আনন্দ
অসহ্য ! মানুষের তরে মানুষ নয় হলো প্রমাণিত।
মানুষের হাতে মানুষ খুন
আপনার স্বার্থে নিমিষেই রক্তপান
স্ব-জাতির রক্তপানে রক্ত লোলুপের জয়োল্লাস।
আহারে ! আদম সন্তান !
নদীর জল আজ হয়েছে রক্তজল
তার বুকে ভাসে মানুষের লাশ
মানুষের পরিচয় আজ হয়েছে শরনার্থী।
কি নিদারুণ রোহিঙ্গার জীবন !
আকাশে বাতাসে আজ শোক মাতম
অসহায় রোহিঙ্গার খুনে বৌদ্ধ কীটের আনন্দ
অসহ্য ! মানুষের তরে মানুষ নয় হলো প্রমাণিত।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ২৯/০১/২০২৩দুর্দান্ত মানবিক উচ্চারণ!
-
ফয়জুল মহী ২৭/০১/২০২৩অনেক অনেক সুন্দর প্রকাশ।