একাকী জীবন
সারাটি দিন জুড়ে ঝরে পড়ে
কত কত আশা আর স্বপ্ন।কত মানুষের,
বুকের পাজরে আঁকা কত সহস্র বিষাদ
কত কত জনের।কে রাখে বলো কে রাখে
তার খোঁজ।এইত একাকী জীবন।
সারাটি দিন চলে যাওয়ার পরে
কিছু দুঃখ পকেটে ভরে নীরবে ঘরে ফেরা
চাহিদার অপ্রাপ্তি বুকেতে রয়,কারো প্রয়োজন
মিটাবারে নয়।তবু অবগাহন জীবন জলধিতে।
পুড়ে পুড়ে কত কত জীবন এইভাবে এই বিষাদের অবনী পর।
কেউ রাখেনা কারো খোঁজ।এইত সবার একাকী জীবন।
সারাটি দিন কত কত সংগ্রাম টিকে থাকার
কত কত দুঃখ ঘাম ঝরিয়ে কতজন কতভাবে
নিজেকে বিলায়ে জগত সংসারে।
তবু বেঁচে থাকার অদম্য বাসনা দৌঁড়াতে শেখায়।
রোজ আমরা দৌঁড়াই এইভাবে হাসি আর কান্নায়।
কারো কাছে নেই কারো খোঁজ।এইত তোমার আমার একাকী জীবন।
কত কত আশা আর স্বপ্ন।কত মানুষের,
বুকের পাজরে আঁকা কত সহস্র বিষাদ
কত কত জনের।কে রাখে বলো কে রাখে
তার খোঁজ।এইত একাকী জীবন।
সারাটি দিন চলে যাওয়ার পরে
কিছু দুঃখ পকেটে ভরে নীরবে ঘরে ফেরা
চাহিদার অপ্রাপ্তি বুকেতে রয়,কারো প্রয়োজন
মিটাবারে নয়।তবু অবগাহন জীবন জলধিতে।
পুড়ে পুড়ে কত কত জীবন এইভাবে এই বিষাদের অবনী পর।
কেউ রাখেনা কারো খোঁজ।এইত সবার একাকী জীবন।
সারাটি দিন কত কত সংগ্রাম টিকে থাকার
কত কত দুঃখ ঘাম ঝরিয়ে কতজন কতভাবে
নিজেকে বিলায়ে জগত সংসারে।
তবু বেঁচে থাকার অদম্য বাসনা দৌঁড়াতে শেখায়।
রোজ আমরা দৌঁড়াই এইভাবে হাসি আর কান্নায়।
কারো কাছে নেই কারো খোঁজ।এইত তোমার আমার একাকী জীবন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ২৬/০১/২০২৩চমৎকার প্রকাশ প্রিয় কবি
-
আলমগীর সরকার লিটন ২৬/০১/২০২৩বেশ মানবিক অনুভব কবি দা