সোনার ফুল
ঘুরে ঘুরে উড়ে উড়ে
তুমি কি খোঁজ মন
বিষাদের ধরা মাঝে
কি খোঁজ সারাক্ষণ।
তোমার চাওয়া পাওয়ায়
তোমার স্বপ্ন মায়ায় রোজ
যে বাশি বাজায় সারাক্ষণ
কেউ রাখে কি তার খোঁজ।
ওরে মন উড়ে উড়ে
যে বাশি বাজাও তুমি
বিষাদের সুরে সুরে
সে তো নয় পাগলামী।
তোমার বাশির সুরে
তোমার নীরব চাওয়ায়
ফোটে যে সোনার ফুল
সেটাই মনের সাধনায়।
তুমি কি খোঁজ মন
বিষাদের ধরা মাঝে
কি খোঁজ সারাক্ষণ।
তোমার চাওয়া পাওয়ায়
তোমার স্বপ্ন মায়ায় রোজ
যে বাশি বাজায় সারাক্ষণ
কেউ রাখে কি তার খোঁজ।
ওরে মন উড়ে উড়ে
যে বাশি বাজাও তুমি
বিষাদের সুরে সুরে
সে তো নয় পাগলামী।
তোমার বাশির সুরে
তোমার নীরব চাওয়ায়
ফোটে যে সোনার ফুল
সেটাই মনের সাধনায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ২৯/০১/২০২৩ভীষণই হৃদয়ষ্পর্শী!
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৭/০১/২০২৩নাইস
-
ফয়জুল মহী ২৬/০১/২০২৩অনেক সুন্দর উপস্থাপন ভাই