হয়ত এখন অসময় দ্বিতীয় পর্ব
যদি বুক ফেটে যায়
গভীর নীরব কান্নায়
তবু হাল ছেড় না তায়
হয়ত এখন অসময়।
যদি মেঘ না কাটে হায়
তব হৃদয়ের বাগিচায়
আঁধারে ডুব দিও না তায়
হয়ত এখন অসময়।
যদি জলধির ঢেউ সবসময়
তব হৃদমাঝারে নীরবে বয়
তবু স্রোতে ভেসে যেও না তায়
হয়ত এখন অসময়।
যদি ঝিরি ঝিরি বরিষণ বয়
জীবনজুড়ে এক ই ধারায়
তবু আশাহত হইও না তায়
হয়ত এখন অসময়।
যদি ফুল না ফোটে হায়
তব হৃদয়ের দরজায়
অনুর্বর হৃদয় ভেব না তায়
হয়ত এখন অসময়।
গভীর নীরব কান্নায়
তবু হাল ছেড় না তায়
হয়ত এখন অসময়।
যদি মেঘ না কাটে হায়
তব হৃদয়ের বাগিচায়
আঁধারে ডুব দিও না তায়
হয়ত এখন অসময়।
যদি জলধির ঢেউ সবসময়
তব হৃদমাঝারে নীরবে বয়
তবু স্রোতে ভেসে যেও না তায়
হয়ত এখন অসময়।
যদি ঝিরি ঝিরি বরিষণ বয়
জীবনজুড়ে এক ই ধারায়
তবু আশাহত হইও না তায়
হয়ত এখন অসময়।
যদি ফুল না ফোটে হায়
তব হৃদয়ের দরজায়
অনুর্বর হৃদয় ভেব না তায়
হয়ত এখন অসময়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ২৫/০১/২০২৩উপদেশমূলক কবিতা। ভালো লাগলো।
-
বোরহানুল ইসলাম লিটন ২৫/০১/২০২৩অনেক সুন্দর কবিতাটি!
-
ফয়জুল মহী ২৪/০১/২০২৩সুন্দর সুনিপুণ লেখন শৈলী