হয়ত এখন অসময়
যদি মন ভেঙ্গে যায়
কেউ ফিরে না চায়
ডুবে যেওনা হতাশায়
হয়ত এখন অসময়।
যদি স্বপ্নগুলো উড়ে যায়
মন কাঁদে কভু নিরালায়
স্বপ্নহারা হইও না বেদনায়
হয়ত এখন অসময়।
যদি আশাগুলো মরে যায়
সুখের পাখিরা উড়ে যায়
ডুবে যেও না আঁধারে হায়
হয়ত এখন অসময়।
যদি পথহারা হয় হৃদয়
কোনো কূল খুঁজে না পায়
তবু স্থির থাকো প্রতীক্ষায়
হয়ত এখন অসময়।
যদি কাঁদে মন নিরালায়
নিশ্চুপে আঁখি ঝরে যায়
তবু আশা ছেড় না হায়
হয়ত এখন অসময়।
কেউ ফিরে না চায়
ডুবে যেওনা হতাশায়
হয়ত এখন অসময়।
যদি স্বপ্নগুলো উড়ে যায়
মন কাঁদে কভু নিরালায়
স্বপ্নহারা হইও না বেদনায়
হয়ত এখন অসময়।
যদি আশাগুলো মরে যায়
সুখের পাখিরা উড়ে যায়
ডুবে যেও না আঁধারে হায়
হয়ত এখন অসময়।
যদি পথহারা হয় হৃদয়
কোনো কূল খুঁজে না পায়
তবু স্থির থাকো প্রতীক্ষায়
হয়ত এখন অসময়।
যদি কাঁদে মন নিরালায়
নিশ্চুপে আঁখি ঝরে যায়
তবু আশা ছেড় না হায়
হয়ত এখন অসময়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ০৫/০১/২০২৩সাহস যোগানো ও প্রেরণাদায়ক সুন্দর কবিতা।
-
বোরহানুল ইসলাম লিটন ০৫/০১/২০২৩ভীষণই হৃদয়ষ্পর্শী!
-
ফয়জুল মহী ০৪/০১/২০২৩খুবই চমৎকার লেখা শুভেচ্ছা ও শুভকামনা