বিরহ ছোঁয়া
পাখিরা এসে বলে গেল কানে কানে
রে কবি,তোমার বসতি হবে বিরহ গানে গানে।
উদাসী আমি তবে কি আর বলব আর
দেখি তাকিয়ে চুপিচুপি সবকিছু হারাবার।
পাখিদের কলতান অথবা দখিন হাওয়া
দিয়ে যায় সবকিছু নীরবে বিরহ ছোঁয়া।
কারণে অকারণে তাই বিরহ গান গাই
আমার সুখের আসর হারায়েছে তাই।
আজ ব্যথার ভুবনে বসে বিরহ সুরে সুরে
মন মোর কাঁদে গায় বিষাদ গীতি পুড়ে পুড়ে।
রে কবি,তোমার বসতি হবে বিরহ গানে গানে।
উদাসী আমি তবে কি আর বলব আর
দেখি তাকিয়ে চুপিচুপি সবকিছু হারাবার।
পাখিদের কলতান অথবা দখিন হাওয়া
দিয়ে যায় সবকিছু নীরবে বিরহ ছোঁয়া।
কারণে অকারণে তাই বিরহ গান গাই
আমার সুখের আসর হারায়েছে তাই।
আজ ব্যথার ভুবনে বসে বিরহ সুরে সুরে
মন মোর কাঁদে গায় বিষাদ গীতি পুড়ে পুড়ে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অভিজিৎ হালদার ১৫/১২/২০২২সুন্দর ভাবনার বিষয়
-
বোরহানুল ইসলাম লিটন ১২/১২/২০২২অনেক সুন্দর কবিতা!
-
ফয়জুল মহী ১২/১২/২০২২অতুলনীয় উপস্থাপন।
শুভেচ্ছা অফুরন্ত।