পুরানো স্বপ্ন
স্রোতে ভেসে ভেসে হারিয়ে গেছে সময়
আমি আজো বসে আছি সেই পুরানো
স্বপ্ন পূরণের প্রত্যাশায়।
চলতে চলতে সময় আমাকে ঠেলে দিয়েছে
পুরানোদের দলে,জীর্ণতার দলে একেবারে
আমার স্বপ্নের বুদবুদ তাই সাদা কালোয়।
আমি কালের সঙ্গে যুদ্ধে হেরে গিয়েছি
তাই আমি রয়েছি স্থির। আর চলন্ত সময়
দৌঁড়ে দৌঁড়ে নিমিষেই পালায়।
এখন আধুনিকতায় ডিজিটালে সময় পৌঁছেছে
তবু আমার স্বপ্ন সেই একই জায়গায় রয়েছে
স্বপ্ন পূরনের জাল বুনি আজো নিরালায়।
কাল আমাকে পিছনে ফেলে দিয়েছে
তবু পারেনি আমার স্বপ্ন ছিনিয়ে নিতে
আমার বুকের বিরহ চিৎকারে অবিরত
আমার স্বপ্নের বসবাস।
আমি হেরে গিয়েছি। পরাজিত,তবু সংগ্রাম
টিকে থাকার,স্বপ্ন দেখার। কভু থেমে যায়নি,
হৃদয়ে তার চাষ চলছে বারোমাস।
আমি আজো বসে আছি সেই পুরানো
স্বপ্ন পূরণের প্রত্যাশায়।
চলতে চলতে সময় আমাকে ঠেলে দিয়েছে
পুরানোদের দলে,জীর্ণতার দলে একেবারে
আমার স্বপ্নের বুদবুদ তাই সাদা কালোয়।
আমি কালের সঙ্গে যুদ্ধে হেরে গিয়েছি
তাই আমি রয়েছি স্থির। আর চলন্ত সময়
দৌঁড়ে দৌঁড়ে নিমিষেই পালায়।
এখন আধুনিকতায় ডিজিটালে সময় পৌঁছেছে
তবু আমার স্বপ্ন সেই একই জায়গায় রয়েছে
স্বপ্ন পূরনের জাল বুনি আজো নিরালায়।
কাল আমাকে পিছনে ফেলে দিয়েছে
তবু পারেনি আমার স্বপ্ন ছিনিয়ে নিতে
আমার বুকের বিরহ চিৎকারে অবিরত
আমার স্বপ্নের বসবাস।
আমি হেরে গিয়েছি। পরাজিত,তবু সংগ্রাম
টিকে থাকার,স্বপ্ন দেখার। কভু থেমে যায়নি,
হৃদয়ে তার চাষ চলছে বারোমাস।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
তাবেরী ১১/১২/২০২২চমৎকার
-
আলমগীর সরকার লিটন ১১/১২/২০২২সুন্দর
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১১/১২/২০২২সুন্দর নিবেদন।
-
ফয়জুল মহী ১০/১২/২০২২অসাধারণ লিখেছেন প্রিয়