সিঁড়ি
সেই পথচলা থেমে যায়নি
যায়নি থেমে রক্তঘাম সংগ্রাম
আজ ও ঠিকানার খোঁজে অবিরত দৌঁড়
থেমে যায়নি।যায়নি থেমে প্রতীক্ষার পালা
ছুটছি আজও দিবানিশি ধরতে ঐ বিজয়ের
নিঠুর সিঁড়ি।তবু ছোঁয়া হয় না,যেন অধরা
তারই মাঝে তুমি হলে অন্য পথের যাত্রী।
সেই কান্না আজও বুক জুড়ে
আঁখিজল নীরবে নীরবেই ঝরে পড়ে
উঠতে গিয়ে ও সহজেই পতন।ধরে রাখা
দায়ভার,সবকিছুই বুঝি ফাঁকি দিয়ে যাবে
তবু সেই আগের মতই আজও রক্তঘাম সংগ্রাম
বুঝি ছুঁয়ে ফেলা যাবে ঐ সিঁড়ির শিখর। তাই
সংগ্রাম অবিরত।বুঝলে না ,এরই মাঝে তুমি
হয়ে গেলে অন্য কোনো এক পথের অচেনা যাত্রী।
যায়নি থেমে রক্তঘাম সংগ্রাম
আজ ও ঠিকানার খোঁজে অবিরত দৌঁড়
থেমে যায়নি।যায়নি থেমে প্রতীক্ষার পালা
ছুটছি আজও দিবানিশি ধরতে ঐ বিজয়ের
নিঠুর সিঁড়ি।তবু ছোঁয়া হয় না,যেন অধরা
তারই মাঝে তুমি হলে অন্য পথের যাত্রী।
সেই কান্না আজও বুক জুড়ে
আঁখিজল নীরবে নীরবেই ঝরে পড়ে
উঠতে গিয়ে ও সহজেই পতন।ধরে রাখা
দায়ভার,সবকিছুই বুঝি ফাঁকি দিয়ে যাবে
তবু সেই আগের মতই আজও রক্তঘাম সংগ্রাম
বুঝি ছুঁয়ে ফেলা যাবে ঐ সিঁড়ির শিখর। তাই
সংগ্রাম অবিরত।বুঝলে না ,এরই মাঝে তুমি
হয়ে গেলে অন্য কোনো এক পথের অচেনা যাত্রী।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৯/১২/২০২২দারুণ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৮/১২/২০২২মন ছুঁয়ে গেল।
-
বোরহানুল ইসলাম লিটন ০৮/১২/২০২২ভীষণই হৃদয়ষ্পর্শী কবিতা!
-
ফয়জুল মহী ০৭/১২/২০২২Excellent