স্বপ্নহারা
যে কথা মনেতে লেখা
যে কথা বুকেতে আঁকা
তার সব ই বুঝি আজ পথহারা।
দিনে দিনে প্রতিদিন
যাচ্ছে হারিয়ে নিশিদিন
কোথায় আমার মধুময় স্বপ্নেরা।
দ্রুত সময় পাল্টে যায়
নীরবে অচিনে হারিয়ে যায়
শুধু স্বপ্নগুলো কিছুতেই দেয় না ধরা।
যে কারণে পথ চাওয়া
তা ও হয়ে গেছে মুক্ত হাওয়া
ব্যথিত পরাণ আজ নিশিদিন নিদ্রাহারা।
যার তরে নিদারুণ সংগ্রাম
রক্তঘামে ছুটে চলা অবিরাম
তাও আজ হয়ে গেছে নীরবেই দিকহারা।
মগজে মননে আজ প্রার্থনা
হোক বন্ধ বিষাদের আনাগোনা
কেটে যাক কাল হবো এবার স্বপ্নহারা।
যে কথা বুকেতে আঁকা
তার সব ই বুঝি আজ পথহারা।
দিনে দিনে প্রতিদিন
যাচ্ছে হারিয়ে নিশিদিন
কোথায় আমার মধুময় স্বপ্নেরা।
দ্রুত সময় পাল্টে যায়
নীরবে অচিনে হারিয়ে যায়
শুধু স্বপ্নগুলো কিছুতেই দেয় না ধরা।
যে কারণে পথ চাওয়া
তা ও হয়ে গেছে মুক্ত হাওয়া
ব্যথিত পরাণ আজ নিশিদিন নিদ্রাহারা।
যার তরে নিদারুণ সংগ্রাম
রক্তঘামে ছুটে চলা অবিরাম
তাও আজ হয়ে গেছে নীরবেই দিকহারা।
মগজে মননে আজ প্রার্থনা
হোক বন্ধ বিষাদের আনাগোনা
কেটে যাক কাল হবো এবার স্বপ্নহারা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাখাওয়াত হোসেন ০৬/১২/২০২২অসাধারণ সৃষ্টি হে কবি।
-
ফয়জুল মহী ০৪/১২/২০২২অনুপম উপস্থাপন ।
-
সাইয়িদ রফিকুল হক ০৪/১২/২০২২ভালো।