সবকিছু ছাড়িয়া দিয়া
সবকিছু স্রোতে ভাসিয়া যাক
হৃদয়পাড়ে আর দেব না বাঁধ
আশা প্রত্যাশা আজিকে দুরাশা
ভালোবাসা এক মায়াবী খাদ।
ধরে রাখবো না আর কোনো কিছু
ছুটবো না আর কভু মায়ার পিছু
ভেসে ভেসে যাক সবকিছু অচিনে
নিরবধি আর খুঁজবো না উঁচু নিচু।
হৃদয় দুয়ার দিলাম খুলে একেবারে
আর রাখবো না কিছু আপনার করে
ভেসে ভেসে যাক সবকিছু ই হারায়ে
চাই না কিছু আপন করে হৃদয় দুয়ারে।
সবকিছু ছাড়িয়া দিয়া অবুঝ আমি
একাকি রইবো বিষাদ কিনারে ভাই
তবু মিথ্যে ভালোবাসার মায়াতে ডুবে
কাল কাটানোর অধিকার মোর নাই।
হৃদয়পাড়ে আর দেব না বাঁধ
আশা প্রত্যাশা আজিকে দুরাশা
ভালোবাসা এক মায়াবী খাদ।
ধরে রাখবো না আর কোনো কিছু
ছুটবো না আর কভু মায়ার পিছু
ভেসে ভেসে যাক সবকিছু অচিনে
নিরবধি আর খুঁজবো না উঁচু নিচু।
হৃদয় দুয়ার দিলাম খুলে একেবারে
আর রাখবো না কিছু আপনার করে
ভেসে ভেসে যাক সবকিছু ই হারায়ে
চাই না কিছু আপন করে হৃদয় দুয়ারে।
সবকিছু ছাড়িয়া দিয়া অবুঝ আমি
একাকি রইবো বিষাদ কিনারে ভাই
তবু মিথ্যে ভালোবাসার মায়াতে ডুবে
কাল কাটানোর অধিকার মোর নাই।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ০৩/১২/২০২২সুন্দর অনুভবী উচ্চারণ!
-
ফয়জুল মহী ০২/১২/২০২২হৃদয় ছোঁয়া কথন ও মনোমুগ্ধকর লেখনীতে মুগ্ধ হলাম। শুভকামনা রইল।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০২/১২/২০২২সুন্দর নিবেদন