জিজ্ঞাসা
ঘুণে ধরা এই সমাজে
আর কবে বিবেক জাগ্রত হবে।
মোহর মারা মানুষের বুকে
আর কবে অনুভূতি প্রাণ পাবে।
কত কত রক্ত ঝরলে পরে
অভাগা মানুষগুলোর হুস হবে।
বিভেদের বেড়াজাল ছিন্ন করে
কবে মানুষ সবাইকে ভালোবাসবে।
আর কত কত নারী লাঞ্ছিত হলে
মানুষের বিবেক সাড়া দেবে।
এই ধরনীর পরে মানুষগুলো
কবে কবে আবার মানুষ হবে।
আর কবে বিবেক জাগ্রত হবে।
মোহর মারা মানুষের বুকে
আর কবে অনুভূতি প্রাণ পাবে।
কত কত রক্ত ঝরলে পরে
অভাগা মানুষগুলোর হুস হবে।
বিভেদের বেড়াজাল ছিন্ন করে
কবে মানুষ সবাইকে ভালোবাসবে।
আর কত কত নারী লাঞ্ছিত হলে
মানুষের বিবেক সাড়া দেবে।
এই ধরনীর পরে মানুষগুলো
কবে কবে আবার মানুষ হবে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ২৬/১১/২০২২মানুষ আসলে ভালো হতে চায় না।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৬/১১/২০২২নাইস
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৫/১১/২০২২সুন্দর
-
নাসরীন আক্তার রুবি ২৫/১১/২০২২চমৎকার লিখেছেন