মানবতা
মানবতার জয়গান গেয়ে যাই
মানুষের মতো আপনজন আর নাই
মানবতার জয়গান গাই।
এ নিঠুর ধরনী তলে
আসে যত বিপদ দলে দলে
যত হিংসা ঘৃণা রয়েছে পলে পলে
মানুষের ছোঁয়ায় সবই হারায় অতলে।
কখনো ধ্বংসাত্নক হয়ে ওঠে মানুষ
হারিয়ে ফেলে তার সবটুকু হুস
আপনার রক্ত পানে হয় বেহুস।
কখনো বেদিশা মানুষের নোংরামিতে
তব মন যদি চায় আশাহত হয়ে যেতে
তবে কিঞ্চিত ভেবে নাও আপনাতে
সব আশা যে রয়েছে মানুষেতে।
হতাশাগুলো সব মুছে ফেলে
ভালোবাসায় মানুষকে জড়ালে
ভালোবাসা ই পাওয়া যাবে দুকূলে।
তাই মানুষেতে ভরসা রাখা চাই
মানুষের মতো কেউ আপনার নাই।
মানবতার জয়গান গাই
মানুষই আপনজন ভাই।
মানুষের মতো আপনজন আর নাই
মানবতার জয়গান গাই।
এ নিঠুর ধরনী তলে
আসে যত বিপদ দলে দলে
যত হিংসা ঘৃণা রয়েছে পলে পলে
মানুষের ছোঁয়ায় সবই হারায় অতলে।
কখনো ধ্বংসাত্নক হয়ে ওঠে মানুষ
হারিয়ে ফেলে তার সবটুকু হুস
আপনার রক্ত পানে হয় বেহুস।
কখনো বেদিশা মানুষের নোংরামিতে
তব মন যদি চায় আশাহত হয়ে যেতে
তবে কিঞ্চিত ভেবে নাও আপনাতে
সব আশা যে রয়েছে মানুষেতে।
হতাশাগুলো সব মুছে ফেলে
ভালোবাসায় মানুষকে জড়ালে
ভালোবাসা ই পাওয়া যাবে দুকূলে।
তাই মানুষেতে ভরসা রাখা চাই
মানুষের মতো কেউ আপনার নাই।
মানবতার জয়গান গাই
মানুষই আপনজন ভাই।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৫/১১/২০২২ভালো
-
ফয়জুল মহী ২৪/১১/২০২২সুন্দর অনুভূতির নান্দনিক উপস্থাপন।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৪/১১/২০২২সুন্দর ব্যাখ্যা ।