বিষাদ
হৃদয়পুর জেরবার সারাক্ষণ সারাবেলা
হতাশায় দুরাশায় কাঁদে মন বেলা অবেলা
জয় পরাজয়ে চাওয়া পাওয়ায় শুধু গড়মিল
বিষাদের পরশ অনুভূতিতে সুখ খোলেনা খিল।
সংক্ষিপ্ত
হতাশায় দুরাশায় কাঁদে মন বেলা অবেলা
জয় পরাজয়ে চাওয়া পাওয়ায় শুধু গড়মিল
বিষাদের পরশ অনুভূতিতে সুখ খোলেনা খিল।
সংক্ষিপ্ত
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অভিজিৎ হালদার ১০/১২/২০২২সুন্দর অনুভূতি
-
বোরহানুল ইসলাম লিটন ২২/১১/২০২২সুন্দর কাব্যিক নিবেদন!
-
ফয়জুল মহী ২১/১১/২০২২খুব সুন্দর লিখেছেন!