ছায়া পাখি
বুকের মাঝে যে অনুভব
বাজে না তো বাজে না তার কলরব।
অদৃষ্ট লিখন নীরবে উপলব্ধি
হারিয়ে যায় ফুরিয়ে যায় ঘটেনা প্রবৃদ্ধি।
তাকিয়ে থাকা অসীমে অজানায়
জমে থাকা দীর্ঘশ্বাস করে হায় হায়।
উড়ে যায় মন পাখির মতন
খোঁজে চাওয়া পাওয়া মানিক রতন।
স্বপ্নগুলো সব মায়ার পাখি
উড়ে উড়ে যায় যেন ছায়া পাখি।
বাজে না তো বাজে না তার কলরব।
অদৃষ্ট লিখন নীরবে উপলব্ধি
হারিয়ে যায় ফুরিয়ে যায় ঘটেনা প্রবৃদ্ধি।
তাকিয়ে থাকা অসীমে অজানায়
জমে থাকা দীর্ঘশ্বাস করে হায় হায়।
উড়ে যায় মন পাখির মতন
খোঁজে চাওয়া পাওয়া মানিক রতন।
স্বপ্নগুলো সব মায়ার পাখি
উড়ে উড়ে যায় যেন ছায়া পাখি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ১৮/১১/২০২২ভীষণই হৃদয়ষ্পর্শী!
-
সাইয়িদ রফিকুল হক ১৭/১১/২০২২ভালো।
-
মেহেদী হাসান (দিশারী) ১৭/১১/২০২২বাহ্ খুব সুন্দর..
-
ফয়জুল মহী ১৬/১১/২০২২অসাধারণ লিখেছেন
ভালো লাগলো