রক্তক্ষরণ
বিরহের এই নিঠুর গান
অবিরত অফুরান
বাজে কারণ অকারণ
করে হৃদয়পুর হয়রান।
গুন গুন সারাক্ষণ
বুকেতে যে আলোড়ন
বাজে নীরবে অনুক্ষণ
তার পরশ নিদারুণ।
কি ই বা তার কারণ
কেন সতত এই মরণ
অবিরত হায় রক্তক্ষরণ
থামে না হৃদয় দহন।
সতত হৃদয় কাঁপন
থেকে থেকে অনুক্ষণ
পুড়ি আমি সারাক্ষণ
বিরহী আজ এই মন।
অবিরত অফুরান
বাজে কারণ অকারণ
করে হৃদয়পুর হয়রান।
গুন গুন সারাক্ষণ
বুকেতে যে আলোড়ন
বাজে নীরবে অনুক্ষণ
তার পরশ নিদারুণ।
কি ই বা তার কারণ
কেন সতত এই মরণ
অবিরত হায় রক্তক্ষরণ
থামে না হৃদয় দহন।
সতত হৃদয় কাঁপন
থেকে থেকে অনুক্ষণ
পুড়ি আমি সারাক্ষণ
বিরহী আজ এই মন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ০২/১২/২০২২অনেক সুন্দর লেখা!
-
সাইয়িদ রফিকুল হক ২১/১১/২০২২ভাল।
-
মাহতাব বাঙ্গালী ১৬/১১/২০২২beautiful poem shared; nice to read