নিদ্রাহারা
নিশীথ ফুরায়ে যায়
নিদ্ নাহি আয়
কি বেদনা জানি না
অবুঝ মন বোঝেনা।
এ যাতনা সহে না
নির্ঘুম রাত কাটে না
কি বিষাদে উচাটন
মন করে আনচান
নীরবে তার আমন্ত্রণ
নাকি সব অনুমান।
নিদ্ হারা রজনী
জানো ওগো সজনী
কত যে বিষাদময়
জানে ব্যথাতুর হৃদয়
পুড়ে পুড়ে ছাড়খার
নিদ্ হারা হৃদয় জেরবার।
নিশীথ ফুরায়ে যায়
নিদ্ নাহি আয়
হৃদয়ে ভাবনার কারবার
প্রকাশের নাই অধিকার।
নিদ্ নাহি আয়
কি বেদনা জানি না
অবুঝ মন বোঝেনা।
এ যাতনা সহে না
নির্ঘুম রাত কাটে না
কি বিষাদে উচাটন
মন করে আনচান
নীরবে তার আমন্ত্রণ
নাকি সব অনুমান।
নিদ্ হারা রজনী
জানো ওগো সজনী
কত যে বিষাদময়
জানে ব্যথাতুর হৃদয়
পুড়ে পুড়ে ছাড়খার
নিদ্ হারা হৃদয় জেরবার।
নিশীথ ফুরায়ে যায়
নিদ্ নাহি আয়
হৃদয়ে ভাবনার কারবার
প্রকাশের নাই অধিকার।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলমগীর সরকার লিটন ০৮/১১/২০২২বেশ ছন্দময়
-
ফয়জুল মহী ০৮/১১/২০২২Fantastic
-
অভিজিৎ হালদার ০৭/১১/২০২২ভালো চিন্তা
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৭/১১/২০২২সুন্দর
-
শ.ম. শহীদ ০৭/১১/২০২২খুব সুন্দর লেখা।