দুদিকের যাত্রী
কূপমন্ডুক জিজ্ঞাসে,কি এনেছ
আমি বলি হৃদয় এনেছি।
হাসে নির্বোধ,হৃদয় জয়ে
তার এতটুকু আগ্রহ নাই
বিষয়বস্তুই চাওয়া পাওয়া তার
বোঝে না হৃদয়ের মূল্য ভাই।
আমি অবুঝ,আত্তার টানে সওয়ারি
এত হিসেব নিকেষ কি বুঝতে পারি।
আমি আর প্রশ্নকর্তা,দুদিকের যাত্রী
চাওয়া পাওয়া ব্যবধান দিবা রাত্রি
আলোর প্রত্যাশায় আমার দিন গুজরান
প্রশ্নকর্তা খোঁজে সম্পদের ধরিত্রী।
ধরায় আমি অবুঝ,বড় অবুঝ সারাবেলা
চাওয়া পাওয়া নাই সাদাকালো হৃদয়
এমন অবুঝকে চায় না কেউ,ধনসম্পদ ই চায়
আমিও নাছোড়বান্দা,ছুটি আলোর প্রত্যাশায়।
আমি বলি হৃদয় এনেছি।
হাসে নির্বোধ,হৃদয় জয়ে
তার এতটুকু আগ্রহ নাই
বিষয়বস্তুই চাওয়া পাওয়া তার
বোঝে না হৃদয়ের মূল্য ভাই।
আমি অবুঝ,আত্তার টানে সওয়ারি
এত হিসেব নিকেষ কি বুঝতে পারি।
আমি আর প্রশ্নকর্তা,দুদিকের যাত্রী
চাওয়া পাওয়া ব্যবধান দিবা রাত্রি
আলোর প্রত্যাশায় আমার দিন গুজরান
প্রশ্নকর্তা খোঁজে সম্পদের ধরিত্রী।
ধরায় আমি অবুঝ,বড় অবুঝ সারাবেলা
চাওয়া পাওয়া নাই সাদাকালো হৃদয়
এমন অবুঝকে চায় না কেউ,ধনসম্পদ ই চায়
আমিও নাছোড়বান্দা,ছুটি আলোর প্রত্যাশায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অভিজিৎ হালদার ১৬/১০/২০২২ভালো
-
শ.ম. শহীদ ১৬/১০/২০২২চমৎকার!
-
ফয়জুল মহী ১৬/১০/২০২২সত্যি অসাধারণ