রোহিঙ্গা পঞ্চম পর্ব
রক্তজল ভাসে
নাফ নদীর বুকে
মরছে মানুষ অবিরত
শকুনের থাবায় লাখে লাখে।
সারমেয় শিশু
বার্মার বৌদ্ধ জাতি
রক্তচোষা নরকের কীট
সবটুকু অভিশাপ ওদের প্রতি।
যে রুধির ধারা
বইল রোহিঙ্গা বুকে
তার সম রক্ত ঝরে পড়ুক
বৌদ্ধ সব মরুক ধুঁকে ধুঁকে।
কত শোক মাতম
আজ রোহিঙ্গাদের বুকে
লিখে রাখল নীরব ধরনী ঐ
প্রতিশোধ নেবে সহসা একে একে।
নাফ নদীর বুকে
মরছে মানুষ অবিরত
শকুনের থাবায় লাখে লাখে।
সারমেয় শিশু
বার্মার বৌদ্ধ জাতি
রক্তচোষা নরকের কীট
সবটুকু অভিশাপ ওদের প্রতি।
যে রুধির ধারা
বইল রোহিঙ্গা বুকে
তার সম রক্ত ঝরে পড়ুক
বৌদ্ধ সব মরুক ধুঁকে ধুঁকে।
কত শোক মাতম
আজ রোহিঙ্গাদের বুকে
লিখে রাখল নীরব ধরনী ঐ
প্রতিশোধ নেবে সহসা একে একে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৯/০৯/২০২২বেশ
-
বোরহানুল ইসলাম লিটন ০৮/০৯/২০২২অতুলণীয় মানবিক উচ্চারণ!
-
ফয়জুল মহী ০৮/০৯/২০২২চমৎকার উপস্থাপন