স্বপ্নবুনন
কেউ ফিরে তাকাবার নয়,চলে গেল
কত দিবস রজনী যে চলে গেল
সহজ মনে নীরব ভাবনায় উন্মনা
আপন পর একাকার,সময় বয়ে গেল।
বছর বছর দিচ্ছে ফাঁকি সময়
চেনা জানা স্বপ্নের মৃত্যু নিরালায়
কেউ রাখেনা খোঁজ,ছুটি অনিশ্চিতে
চুপি চুপি একা একা ধীর লয়।
ঐ দেখি নীল আকাশ,বুনি স্বপ্ন
একাকী ভুবন,একাকী অবগাহন
ঐ দূর দূরে আকাশের সীমানায়
উড়ে চলা বিহঙ্গ সম আমার জীবন।
কেউ ফিরে তাকাবার নয়, এই ধরায়
কত উত্থান পতন জয় পরাজয়ে জীবন
বয়ে চলেছি বিরহী মনে একাকী আমি
কেউ রাখেনি খোঁজ,করি নীরবে স্বপ্নবুনন।
কত দিবস রজনী যে চলে গেল
সহজ মনে নীরব ভাবনায় উন্মনা
আপন পর একাকার,সময় বয়ে গেল।
বছর বছর দিচ্ছে ফাঁকি সময়
চেনা জানা স্বপ্নের মৃত্যু নিরালায়
কেউ রাখেনা খোঁজ,ছুটি অনিশ্চিতে
চুপি চুপি একা একা ধীর লয়।
ঐ দেখি নীল আকাশ,বুনি স্বপ্ন
একাকী ভুবন,একাকী অবগাহন
ঐ দূর দূরে আকাশের সীমানায়
উড়ে চলা বিহঙ্গ সম আমার জীবন।
কেউ ফিরে তাকাবার নয়, এই ধরায়
কত উত্থান পতন জয় পরাজয়ে জীবন
বয়ে চলেছি বিরহী মনে একাকী আমি
কেউ রাখেনি খোঁজ,করি নীরবে স্বপ্নবুনন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ০১/০৯/২০২২বেশ বিরহের ধারা!
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ৩০/০৮/২০২২দারুণ
-
আলমগীর সরকার লিটন ৩০/০৮/২০২২সুন্দর এক উপলব্ধিকর প্রকাশ