রোহিঙ্গা চতুর্থ পর্ব
ভেসে ওঠে মানুষের লাশ
মানুষই তার হন্তারক এখানে
শিশু যুবা বৃদ্ধ বাদ নাই কেউ
নাফ নদীতে লাশ সর্বস্থানে।
মানুষ অমানুষ হলে পরে
মানুষের রক্ত বুঝি খায় রে
আধুনিকতায় এই বর্বরতা
দুনিয়ার শকুন সু চি তুই রে।
শকুনের জাত দেখ দুনিয়াবাসি
চিনে রাখ মায়ানমারি বৌদ্ধ রে
এরা অমানুষ ঘৃণ্য হায়েনা সম
এদের মুক্তি কিছুতেই নাই রে।
আজ যে ভাসে রক্ত জল নাফের বুকে
হয়ত কালও ভাসবে রক্ত জল ঐ নদীতে
তবে তা রোহিঙ্গা রক্ত নয় যেন ওগো বন্ধু
ঐ শকুন সু চি আর বৌদ্ধগুলোর একসাথে।
মানুষই তার হন্তারক এখানে
শিশু যুবা বৃদ্ধ বাদ নাই কেউ
নাফ নদীতে লাশ সর্বস্থানে।
মানুষ অমানুষ হলে পরে
মানুষের রক্ত বুঝি খায় রে
আধুনিকতায় এই বর্বরতা
দুনিয়ার শকুন সু চি তুই রে।
শকুনের জাত দেখ দুনিয়াবাসি
চিনে রাখ মায়ানমারি বৌদ্ধ রে
এরা অমানুষ ঘৃণ্য হায়েনা সম
এদের মুক্তি কিছুতেই নাই রে।
আজ যে ভাসে রক্ত জল নাফের বুকে
হয়ত কালও ভাসবে রক্ত জল ঐ নদীতে
তবে তা রোহিঙ্গা রক্ত নয় যেন ওগো বন্ধু
ঐ শকুন সু চি আর বৌদ্ধগুলোর একসাথে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আজিজুল হক ওয়াসিম ২৮/০৮/২০২২অসাধারণ
-
আবু বক্কর ২৮/০৮/২০২২মানুষে মানুষে নেই কোন ভেদাভেদ
তা যেন ভুলে আছে
হিংসেতে প্রভেদ
মানুষত্ত্বের অধিকার আবদ্ধতে যারা
মানুষ নয় তো তারা
হবে হিংস্র জানোয়ার।। -
ফয়জুল মহী ২৮/০৮/২০২২খুবই সুন্দর অনুভূতির উপস্থাপনা