বিহঙ্গ মন
কি এক জটিলতায়
যায় সময় চলে যায়
উড়ে চলা বিহঙ্গ মন
কেঁদে যায় কারণ অকারণ।
কেউ যে পারে না বুঝতে
শিল্পী মন কি চায় বলতে
জাগতিক কামনা বাসনায়
উদাসিকে কি বেঁধে রাখা যায়।
যে মনে বেজেছে বাঁশি
সদা তা তা থৈ থৈ রাশি রাশি
সাংসারিক জটিলতা আসি
সে মনে কেমনে পড়াবে ফাঁসি।
হায় উদাস মনের দুয়ারে
অবিরত দোলা লাগে যে সুরে
সে সুরে যে বাজেনা গান
আজ নীরবে ব্যথিত পরাণ।
যায় সময় চলে যায়
উড়ে চলা বিহঙ্গ মন
কেঁদে যায় কারণ অকারণ।
কেউ যে পারে না বুঝতে
শিল্পী মন কি চায় বলতে
জাগতিক কামনা বাসনায়
উদাসিকে কি বেঁধে রাখা যায়।
যে মনে বেজেছে বাঁশি
সদা তা তা থৈ থৈ রাশি রাশি
সাংসারিক জটিলতা আসি
সে মনে কেমনে পড়াবে ফাঁসি।
হায় উদাস মনের দুয়ারে
অবিরত দোলা লাগে যে সুরে
সে সুরে যে বাজেনা গান
আজ নীরবে ব্যথিত পরাণ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ২৮/০৮/২০২২সুন্দর ও সুধাময়!
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৫/০৮/২০২২সুন্দর নিবেদন