ভাবনার ভুবনে বসে
বসে আছি,ভেবে যাচ্ছি
না কিছু দিতে পেরেছি
না ভালোবাসতে পেরেছি
শত আশায় পথ চলেছি।
শুধু নিজের কথা বলেছি
বিরহের মালা গেঁথেছি
সুখের কথা সুখের গান
অজান্তেই ভুলে গিয়েছি।
এই আমার রোজনামচা
কাব্যরস বিহীন কথকথা
লাগবে না ভালো কারো
তবু লিখে যাচ্ছি যা তা।
ভাবনার ভুবনে বসে
মনের আবেগ মিশিয়ে
করছি কিছু অনাসৃষ্টি
জানিনা ফল জয় পরাজয়ে।
না কিছু দিতে পেরেছি
না ভালোবাসতে পেরেছি
শত আশায় পথ চলেছি।
শুধু নিজের কথা বলেছি
বিরহের মালা গেঁথেছি
সুখের কথা সুখের গান
অজান্তেই ভুলে গিয়েছি।
এই আমার রোজনামচা
কাব্যরস বিহীন কথকথা
লাগবে না ভালো কারো
তবু লিখে যাচ্ছি যা তা।
ভাবনার ভুবনে বসে
মনের আবেগ মিশিয়ে
করছি কিছু অনাসৃষ্টি
জানিনা ফল জয় পরাজয়ে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বিধান চন্দ্র ধর ৩০/০৮/২০২২চমৎকার লেখা !
-
শাহিন আলম সরকার ২৩/০৮/২০২২খুবই সুন্দর,,,,
-
আলমগীর সরকার লিটন ২৩/০৮/২০২২বেশ অনুভব