বুকে থেক মোর
যদি দোষ দাও তো দোষী আমি
যদি খারাপ বলো তো খারাপ আমি
কিন্তু তোমার ই জন্যে তা।
ওগো সখা,যদি পাষাণ বলো
তবে পাষাণ ই আমি হই
তব চোখে ঝরাই জল অবিরল
এ যে এই ব্যথিতের ব্যর্থতা।
ওগো বন্ধু,প্রিয়জন মোর
যদি ঘৃণা করো তবে তাই সত্যি
ঘৃণাই যেন প্রাপ্তি মোর
এটাই এই অবুঝের যোগ্যতা।
ওগো প্রিয়তমা,দোষী বলো ঘৃণা করো
তবু ছেড়ে যেও না বুকে থেক মোর
মুছে দিতে সবটুকু জড়তা।
যদি খারাপ বলো তো খারাপ আমি
কিন্তু তোমার ই জন্যে তা।
ওগো সখা,যদি পাষাণ বলো
তবে পাষাণ ই আমি হই
তব চোখে ঝরাই জল অবিরল
এ যে এই ব্যথিতের ব্যর্থতা।
ওগো বন্ধু,প্রিয়জন মোর
যদি ঘৃণা করো তবে তাই সত্যি
ঘৃণাই যেন প্রাপ্তি মোর
এটাই এই অবুঝের যোগ্যতা।
ওগো প্রিয়তমা,দোষী বলো ঘৃণা করো
তবু ছেড়ে যেও না বুকে থেক মোর
মুছে দিতে সবটুকু জড়তা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।