রোহিঙ্গা তৃতীয় পর্ব
আজ মানুষ হয়েও ঠাঁই নাই
মানুষের কাছে
যদিও মানুষ বললে বোধহয় ভুল হবে
যারা রোহিঙ্গা রক্ত ঝরাচ্ছে
তারা কুত্তার বাচ্চা ই হবে।
জাতি ধর্ম বর্ণের উর্ধ্বে
মানব ধর্ম ই ভাবনায় আগে
তবে কেন এত রক্ত ঝরে দিকে দিকে
কেউ কেউ কেন হিংস্র পশুদের ও
হার মানিয়ে দিল স্বজাতি খুনে
আর রোহিঙ্গারা হলো শরনার্থী ভবে।
রোহিঙ্গারা ও মানুষ
তাদের ও ছিল অধিকার বেঁচে থাকবার
তবু ও তারা আজ পথে পথে
হলো নাফ নদীর বুকে লাশ
যারা রোহিঙ্গা রক্তে করলো স্নান
সেই শকুনরা হোক সমূলে বিনাশ
এটাই প্রার্থনা হোক তবে।
মানুষের কাছে
যদিও মানুষ বললে বোধহয় ভুল হবে
যারা রোহিঙ্গা রক্ত ঝরাচ্ছে
তারা কুত্তার বাচ্চা ই হবে।
জাতি ধর্ম বর্ণের উর্ধ্বে
মানব ধর্ম ই ভাবনায় আগে
তবে কেন এত রক্ত ঝরে দিকে দিকে
কেউ কেউ কেন হিংস্র পশুদের ও
হার মানিয়ে দিল স্বজাতি খুনে
আর রোহিঙ্গারা হলো শরনার্থী ভবে।
রোহিঙ্গারা ও মানুষ
তাদের ও ছিল অধিকার বেঁচে থাকবার
তবু ও তারা আজ পথে পথে
হলো নাফ নদীর বুকে লাশ
যারা রোহিঙ্গা রক্তে করলো স্নান
সেই শকুনরা হোক সমূলে বিনাশ
এটাই প্রার্থনা হোক তবে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বিশ্বামিত্র ২১/০৮/২০২২আপনার মানবিক যন্ত্রণা উপলব্ধি করি, কিন্তু জনগণের প্রার্থনায় দেশ কখনো চলেনি চলবে না।এ যন্ত্রণাকে বুকে বেঁধেই প্রতিবাদ চলুক।কবিকে শুভেচ্ছা।
-
ফয়জুল মহী ২০/০৮/২০২২চমৎকার বলছেন কবি