www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

রোহিঙ্গা তৃতীয় পর্ব

‌আজ মানুষ হ‌য়েও ঠাঁই নাই
মানু‌ষের কা‌ছে
য‌দিও মানুষ বল‌লে বোধহয় ভুল হ‌বে
যারা রো‌হিঙ্গা রক্ত ঝরা‌চ্ছে
তারা কুত্তার বাচ্চা ই হ‌বে।


জা‌তি ধর্ম ব‌র্ণের উ‌র্ধ্বে
মানব ধর্ম ই ভাবনায় আ‌গে
ত‌বে কেন এত রক্ত ঝ‌রে দি‌কে দি‌কে
‌কেউ কেউ কেন হিংস্র পশু‌দের ও
হার মা‌নি‌য়ে দিল স্বজাতি খু‌নে
আর রো‌হিঙ্গারা হ‌লো শরনার্থী ভ‌বে।


‌রো‌হিঙ্গারা ও মানুষ
তা‌দের ও ছিল অ‌ধিকার ‌বে‌ঁচে থাকবার
তবু ও তারা আজ প‌থে প‌থে
হ‌লো নাফ নদীর বু‌কে লাশ
যারা রো‌হিঙ্গা র‌ক্তে কর‌লো স্নান
‌সেই শকুনরা হোক সমূ‌লে বিনাশ
এটাই প্রার্থনা হোক ত‌বে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২২৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২০/০৮/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • বিশ্বামিত্র ২১/০৮/২০২২
    আপনার মানবিক যন্ত্রণা উপলব্ধি করি, কিন্তু জনগণের প্রার্থনায় দেশ কখনো চলেনি চলবে না।এ যন্ত্রণাকে বুকে বেঁধেই প্রতিবাদ চলুক।কবিকে শুভেচ্ছা।
  • ফয়জুল মহী ২০/০৮/২০২২
    চমৎকার বলছেন কবি
 
Quantcast