পুরানো
সময় চলে গেছে সেই কবে বহুদূর
দিন গুনে গুনে নীরবে সময় ফুরায়
আমি আবেগ ছড়াই পুরানো ধারায়
এই আবেগের কি আর দাম পাওয়া যায়।
শুরু হয়ে গেছে এখন ডিজিটাল যুগ
চারিদিকে চলছে নানান রঙের হুযুগ
কেউ কারো নয় সবাই চায় শুধু সুযোগ
আমিও খুঁজি সরল কাব্য প্রকাশের সুযোগ।
সময় বাঁধতে পারিনি ছুটেছে সময়ের ধারায়
আমিও ভেসে ভেসে সময়ের বুকে ভাসমান
বেঁচে আছি মধুময় আবেগ আর জরাজীর্ণ প্রেমে
শুধু ভালোবাসা বিলোতে চাই জমিন আসমান।
ডিজিটাল যুগের ডিজিটাল ভালোবাসায় নয়
পুরানো দিনের আঁখিজল মাখা সেই ভালোবাসায়
সরল কাব্যে খুবই সহজ সরল নীরব ভাষায়
গুনে গুনে দিন বেঁধে রাখছি সময় মায়া মমতায়।
দিন গুনে গুনে নীরবে সময় ফুরায়
আমি আবেগ ছড়াই পুরানো ধারায়
এই আবেগের কি আর দাম পাওয়া যায়।
শুরু হয়ে গেছে এখন ডিজিটাল যুগ
চারিদিকে চলছে নানান রঙের হুযুগ
কেউ কারো নয় সবাই চায় শুধু সুযোগ
আমিও খুঁজি সরল কাব্য প্রকাশের সুযোগ।
সময় বাঁধতে পারিনি ছুটেছে সময়ের ধারায়
আমিও ভেসে ভেসে সময়ের বুকে ভাসমান
বেঁচে আছি মধুময় আবেগ আর জরাজীর্ণ প্রেমে
শুধু ভালোবাসা বিলোতে চাই জমিন আসমান।
ডিজিটাল যুগের ডিজিটাল ভালোবাসায় নয়
পুরানো দিনের আঁখিজল মাখা সেই ভালোবাসায়
সরল কাব্যে খুবই সহজ সরল নীরব ভাষায়
গুনে গুনে দিন বেঁধে রাখছি সময় মায়া মমতায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম. শহীদ ০৫/১০/২০২২
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৯/০৮/২০২২বেশ
-
বোরহানুল ইসলাম লিটন ১৯/০৮/২০২২ডিজিটাল যুগের ডিজিটাল আশা!
শুভেচ্ছা শতত।