অন্ধকার
পৃথিবীর বুকে নেমেছে ঘোর অন্ধকার
দিকে দিকে শুধু অমানিশার জয়জয়কার
কারো তরে কেউ নয় শুধু স্বার্থের জয়ধ্বনি
মানবতার চরম পরাজয় দুনিয়া মাঝার।
ঐ ফিলিস্তিনের বুকে ঝরছে রোজ রোজ রক্ত
লাশের মিছিলে যোগ হয় রোজ নিরীহ জন
কে দেখে বলো কে রাখে তার খোঁজ খবর
মানুষ হচ্ছে শরনাথী হচ্ছে অবলীলায় খুন।
পুড়ছে আরাকান ঐ দেখ পুড়ছে আফগানিস্তান
মানুষের তরে মানুষ নয় যে ধরার পরে আর
অন্ধকারে ডুবেছে সারাজাহান আজিকে হায়
রয়েছে শক্তি পরিতাপ আর ধিক্কার জানাবার।
ইরাকের বুকে মরলো কতজন আর কাশ্মীরে
বে হিসেবেই বইছে রুধির ধারা সতত সারাবেলা
মানুষগুলো অ মানুষ হয়ে ভুলে গেছে মানবতা
পৃথিবীজুড়ে অন্ধকার শয়তানের সাময়িক খেলা।
দিকে দিকে শুধু অমানিশার জয়জয়কার
কারো তরে কেউ নয় শুধু স্বার্থের জয়ধ্বনি
মানবতার চরম পরাজয় দুনিয়া মাঝার।
ঐ ফিলিস্তিনের বুকে ঝরছে রোজ রোজ রক্ত
লাশের মিছিলে যোগ হয় রোজ নিরীহ জন
কে দেখে বলো কে রাখে তার খোঁজ খবর
মানুষ হচ্ছে শরনাথী হচ্ছে অবলীলায় খুন।
পুড়ছে আরাকান ঐ দেখ পুড়ছে আফগানিস্তান
মানুষের তরে মানুষ নয় যে ধরার পরে আর
অন্ধকারে ডুবেছে সারাজাহান আজিকে হায়
রয়েছে শক্তি পরিতাপ আর ধিক্কার জানাবার।
ইরাকের বুকে মরলো কতজন আর কাশ্মীরে
বে হিসেবেই বইছে রুধির ধারা সতত সারাবেলা
মানুষগুলো অ মানুষ হয়ে ভুলে গেছে মানবতা
পৃথিবীজুড়ে অন্ধকার শয়তানের সাময়িক খেলা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বিশ্বামিত্র ২১/০৮/২০২২পৃথিবীর বুকে যেমন আলো আছে আবার উল্টো মেরুতে তেমনি অন্ধকার।সামগ্রিক পৃথিবীর ভাবনায় কবির মন উদ্বেলিত।কবিকে অশেষ ধন্যবাদ রইল।
-
মেহেদী হাসান (দিশারী) ২১/০৮/২০২২বাহ্ খুব সুন্দর লিখেছেন কবি শুভকামনা রইল
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৯/০৮/২০২২সুন্দর
-
বোরহানুল ইসলাম লিটন ১৯/০৮/২০২২সুন্দর মানবিক উচ্চারণ প্রিয় কবি!
-
ফয়জুল মহী ১৭/০৮/২০২২অসাধারণ
-
সাইয়িদ রফিকুল হক ১৭/০৮/২০২২শয়তানকে চেনা বড় কঠিন।