ধূসর রঙে রঙিন
সবুজ মন অবুঝ এখন
ধূসর রঙে রাঙানো ভুবন
আলো-আঁধারির খেলা সারাবেলা
অবুঝ মন বোঝে না ছলাকলা।
সবুজে সবুজে ভরা ছিল
আঁখিকোনে কত মায়া ছিল
ছিল স্বপ্নময় সবুজ হৃদয়
হারালো বুঝি সব হতাশায়।
ফুল ফোটানো সে রঙিন মন
আজ হারায়ে খুঁজি সারাক্ষণ
ভালোলাগা ভালোবাসা সে অনুভূতি
জানি না কেনো সে দিল আত্নাহুতি।
সবুজ মনে ধূসরের জয়গান
ধীরে ধীরে কালের পলায়ন
আজি ফুল ফোটানো জটিলতায়
থেকে থেকে কাঁদে মন নিরবতায়।
ধূসর রঙে রাঙানো ভুবন
আলো-আঁধারির খেলা সারাবেলা
অবুঝ মন বোঝে না ছলাকলা।
সবুজে সবুজে ভরা ছিল
আঁখিকোনে কত মায়া ছিল
ছিল স্বপ্নময় সবুজ হৃদয়
হারালো বুঝি সব হতাশায়।
ফুল ফোটানো সে রঙিন মন
আজ হারায়ে খুঁজি সারাক্ষণ
ভালোলাগা ভালোবাসা সে অনুভূতি
জানি না কেনো সে দিল আত্নাহুতি।
সবুজ মনে ধূসরের জয়গান
ধীরে ধীরে কালের পলায়ন
আজি ফুল ফোটানো জটিলতায়
থেকে থেকে কাঁদে মন নিরবতায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অবকাশ লেখক ২৯/০৮/২০২২
-
ফয়জুল মহী ১৭/০৮/২০২২সুন্দর উপস্থাপনা মনোমুগ্ধকর অনুভূতি প্রকাশ।
-
বোরহানুল ইসলাম লিটন ১৭/০৮/২০২২মন ও প্রকৃতির চমৎকার সমন্বয়!
ভাই আমিও একাউন্ট খুলেছি কিন্তু আমার হয় না কেন, আমি বুঝতেছি না