লেখনি
বিক্রেতা পাওয়া যাচ্ছে না
ক্রেতার তো আজন্ম কাল অভাব
তবু্ আমার মতো উন্মাদরা
কেন ধরে লেখনি,বেহায়া স্বভাব।
আমি ভাই ভেবে ভেবে শেষে
উদাসীনতায় হয়েছি বে-খেয়াল
কেন ধরেছি লেখনি হায়
কেন স্বপ্ন বুনে হলাম মাতাল।
আমি ভাই প্রশ্নের কাছে জেরবার
কেউ কি শুনবে আমার কথা
কারো ঠেকা পড়েছে,পড়বে আমার লেখা
তবে কেন ঘুমাতে পারিনা জাগ্রত সত্তা।
শত কথায় শত ব্যথায়
ভাবি মনে ফিরে গেলে কি হয়
তবু ফেরা হয় না,বেহায়া স্বভাব
জেগে আছি অবিরত,দেখিনা কি হয়।
ক্রেতার তো আজন্ম কাল অভাব
তবু্ আমার মতো উন্মাদরা
কেন ধরে লেখনি,বেহায়া স্বভাব।
আমি ভাই ভেবে ভেবে শেষে
উদাসীনতায় হয়েছি বে-খেয়াল
কেন ধরেছি লেখনি হায়
কেন স্বপ্ন বুনে হলাম মাতাল।
আমি ভাই প্রশ্নের কাছে জেরবার
কেউ কি শুনবে আমার কথা
কারো ঠেকা পড়েছে,পড়বে আমার লেখা
তবে কেন ঘুমাতে পারিনা জাগ্রত সত্তা।
শত কথায় শত ব্যথায়
ভাবি মনে ফিরে গেলে কি হয়
তবু ফেরা হয় না,বেহায়া স্বভাব
জেগে আছি অবিরত,দেখিনা কি হয়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ১২/০৮/২০২২বেশ মুগ্ধকর পরিবেশনা
-
বোরহানুল ইসলাম লিটন ১২/০৮/২০২২অনেক সুন্দর লেখা!
-
সাইয়িদ রফিকুল হক ১১/০৮/২০২২ভাল।