গড়মিল
সময় শুধু বয়ে গেল
কেউ তো আপন নাহি হলো
খুঁজিলাম আমি কী খুঁজিলাম
ব্যথা নিয়ে অবশেষে কি পাইলাম।
দিতে পারিনি কিছুই আমি
সময়ের খেলায় করেছি পাগলামি
হিসেব নিকেষ গড়মিল শুধু
দুটি চোখ আজ দেখছে ধূ ধূ।
এই জনপদে এই মানবতায়
নেই এতটুকু অবদান হায়
আজিকে পরিতাপ আর ধিক্কার
কি দিলাম জীবন পারাবার।
শুধু সময়ের প্রয়োজনে আমি
ছুটেছি সারাজীবন হয়েছি সংগ্রামী
গড়মিল সবকিছু ,দেইনি পাইনি
কি আমার আপন পর, খুঁজিনি।
কেউ তো আপন নাহি হলো
খুঁজিলাম আমি কী খুঁজিলাম
ব্যথা নিয়ে অবশেষে কি পাইলাম।
দিতে পারিনি কিছুই আমি
সময়ের খেলায় করেছি পাগলামি
হিসেব নিকেষ গড়মিল শুধু
দুটি চোখ আজ দেখছে ধূ ধূ।
এই জনপদে এই মানবতায়
নেই এতটুকু অবদান হায়
আজিকে পরিতাপ আর ধিক্কার
কি দিলাম জীবন পারাবার।
শুধু সময়ের প্রয়োজনে আমি
ছুটেছি সারাজীবন হয়েছি সংগ্রামী
গড়মিল সবকিছু ,দেইনি পাইনি
কি আমার আপন পর, খুঁজিনি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সিবগাতুর রহমান ০৪/০৮/২০২২অনেক সুন্দর লিখেছেন
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৪/০৮/২০২২চমৎকার
-
ফয়জুল মহী ০৪/০৮/২০২২চমৎকার সৃজন প্রিয় কবি।
মুগ্ধতায় ভরপুর।