ভালোবাসা আজ
ভালোবাসা আজ বিষয়বস্তুতে
ভালোবাসা আজ অর্থকড়িতে
ভালোবাসা আজ আসবাবপত্রে
ভালোবাসা আজ স্বার্থপরতায়।
ভালোবাসা আজ সুখ রচিতে
ভালোবাসা আজ নিজ স্বর্গ গড়িতে
ভালোবাসা আজ ঘর ভাঙ্গতে
ভালোবাসা আজ একাকি দুনিয়ায়।
ভালোবাসা আজ উঁচু-নিচুতে
ভালোবাসা আজ বড় করে দেখাতে
ভালোবাসা আজ চাকচিক্যতে
ভালোবাসা আজ দেয়া নেয়ায়।
ভালোবাসা আজ ভালোবাসায় নাই
ভালোবাসা আজ হৃদয়ে নাই
ভালোবাসা আজ মেকি হয়েছে ভাই
ভালোবাসা আজ খুঁজে না পাই।
ভালোবাসা আজ অর্থকড়িতে
ভালোবাসা আজ আসবাবপত্রে
ভালোবাসা আজ স্বার্থপরতায়।
ভালোবাসা আজ সুখ রচিতে
ভালোবাসা আজ নিজ স্বর্গ গড়িতে
ভালোবাসা আজ ঘর ভাঙ্গতে
ভালোবাসা আজ একাকি দুনিয়ায়।
ভালোবাসা আজ উঁচু-নিচুতে
ভালোবাসা আজ বড় করে দেখাতে
ভালোবাসা আজ চাকচিক্যতে
ভালোবাসা আজ দেয়া নেয়ায়।
ভালোবাসা আজ ভালোবাসায় নাই
ভালোবাসা আজ হৃদয়ে নাই
ভালোবাসা আজ মেকি হয়েছে ভাই
ভালোবাসা আজ খুঁজে না পাই।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ০৪/০৮/২০২২বেশ বলেছেন সম্মানিত কবি!
-
ফয়জুল মহী ০৩/০৮/২০২২অপূর্ব রচনাশৈলী
-
আলমগীর সরকার লিটন ০৩/০৮/২০২২ভালবাসা মানে কোন ছায়া নেই যে সময় প্রকাশ হয়
-
Md. Rayhan Kazi ০৩/০৮/২০২২চমৎকার লেখনী