নয়নের জল
নয়নের জলে লিখে দেয়া যায়
বলো নয়নের জলে কি আর
লিখে দেয়া যায়,সুবিন্যস্ত বিরহ
যা ঢেউ তোলে বুকের মাঝার।
নয়নের জল ঝরিয়ে যে কষ্ট লুকাই
তার ব্যথাটুকু বুকেতে জমে জমে
পাথর করে তুলেছে বিরহী আমায়
বিষাদের পারাবারে ডুবেছি ক্রমে ক্রমে।
নয়নের জলে যে ব্যথা প্রকাশিত
সে ব্যথা আমার কারো জানা নাই
মেঘের আড়ালে লুকানো বরিষণ
কেউ কি তার খোজ রাখে ভাই।
নয়নের জল অবিরল ঝরে ঝরে
বয়ে যায় যে বিষাদের জলধারা
সে বিরহ মোর কেউ বোঝে নাই
শুধু আপনাতে আপনি বয় নয়নধারা।
বলো নয়নের জলে কি আর
লিখে দেয়া যায়,সুবিন্যস্ত বিরহ
যা ঢেউ তোলে বুকের মাঝার।
নয়নের জল ঝরিয়ে যে কষ্ট লুকাই
তার ব্যথাটুকু বুকেতে জমে জমে
পাথর করে তুলেছে বিরহী আমায়
বিষাদের পারাবারে ডুবেছি ক্রমে ক্রমে।
নয়নের জলে যে ব্যথা প্রকাশিত
সে ব্যথা আমার কারো জানা নাই
মেঘের আড়ালে লুকানো বরিষণ
কেউ কি তার খোজ রাখে ভাই।
নয়নের জল অবিরল ঝরে ঝরে
বয়ে যায় যে বিষাদের জলধারা
সে বিরহ মোর কেউ বোঝে নাই
শুধু আপনাতে আপনি বয় নয়নধারা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ০৪/০৮/২০২২দারুণ কথা ফুটে উঠেছে।
-
মেহেদী হাসান (দিশারী) ০২/০৮/২০২২মৃত্যুর অপর নাম প্রমে গর্জে উঠি।
-
বোরহানুল ইসলাম লিটন ০১/০৮/২০২২অতুলণীয় আন্তরিক ব্যক্ততা!
-
অভিজিৎ হালদার ৩১/০৭/২০২২সুন্দর ভাবনার বহিঃপ্রকাশ, কবিতা মনের কথা বলে।
-
রিয়াজুল করিম সিকদার ৩১/০৭/২০২২অসাধারণ
-
আলমগীর সরকার লিটন ৩১/০৭/২০২২সুন্দর
-
ফয়জুল মহী ৩১/০৭/২০২২চমৎকার প্রকাশ। মুগ্ধতা অনেক।