আগ্নেয়গিরি
আমার বুকের মাঝে থরে থরে সাজানো দুঃখ
সে কথা আমি বলতে পারিনি কাউকে কোনোদিন
ঝরেনি আঁখিজল কভু শুধু বুকেতে শোক মাতম
থেকে থেকে শোধ করে যাই জমে থাকা সব ঋণ।
আমার বুকের মাঝে সতত জলধি নিরবে বয়
একবুক জ্বালা বয়ে নিয়ে সে নিরবে পুড়িয়ে যায়
আমি আপনাতে জ্বলে পুড়ে অঙ্গার হয়ে যাই
সে জ্বালা মোর কভু কেউ তো রাখেনি ভাবনায়।
আমার বুকের মাঝে অবিরত জ্বলে আগ্নেয়গিরি
তার উত্তাপ শুধু আমাতেই আমি উপলব্ধি করি
কেউ ডুবেনি সে জ্বালাতে মোরে বাঁধে নি মায়াতে
তবু আমি একা ই উত্তাল জলধিতে ধরেছি পাড়ি।
আমার বুকের মাঝে যে ব্যথা নিরবে বাসা বেঁধেছে
সে তো ঘুণ পোকা সম কুড়ে কুড়ে খায় ধীরলয়
সে ব্যথা মোর বুকের পাজরে বাঁধা কপাল লিখন
শুধু আমিই নিরবে পুড়ি নেই তো কারো ভাবনায়।
সে কথা আমি বলতে পারিনি কাউকে কোনোদিন
ঝরেনি আঁখিজল কভু শুধু বুকেতে শোক মাতম
থেকে থেকে শোধ করে যাই জমে থাকা সব ঋণ।
আমার বুকের মাঝে সতত জলধি নিরবে বয়
একবুক জ্বালা বয়ে নিয়ে সে নিরবে পুড়িয়ে যায়
আমি আপনাতে জ্বলে পুড়ে অঙ্গার হয়ে যাই
সে জ্বালা মোর কভু কেউ তো রাখেনি ভাবনায়।
আমার বুকের মাঝে অবিরত জ্বলে আগ্নেয়গিরি
তার উত্তাপ শুধু আমাতেই আমি উপলব্ধি করি
কেউ ডুবেনি সে জ্বালাতে মোরে বাঁধে নি মায়াতে
তবু আমি একা ই উত্তাল জলধিতে ধরেছি পাড়ি।
আমার বুকের মাঝে যে ব্যথা নিরবে বাসা বেঁধেছে
সে তো ঘুণ পোকা সম কুড়ে কুড়ে খায় ধীরলয়
সে ব্যথা মোর বুকের পাজরে বাঁধা কপাল লিখন
শুধু আমিই নিরবে পুড়ি নেই তো কারো ভাবনায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুলতান মাহমুদ ২৯/০৭/২০২২ভালো লাগল
-
এম এম হোসেন ২৭/০৭/২০২২বেশ ভালো
-
ফয়জুল মহী ২৬/০৭/২০২২সুন্দর অনুভব বাহ্
-
বোরহানুল ইসলাম লিটন ২৬/০৭/২০২২এতো বিরহ বেদনা!
-
অভিজিৎ হালদার ২৫/০৭/২০২২খুবই সুন্দর