যুদ্ধ
গড়ে তোলো প্রতিরোধ গড়ে তোলো
সময় এসেছে আজ সমরে যাবার
এবার সময় এসেছে ভাই সমরে যাবার
আবার নতুন করে মানবতা প্রতিষ্ঠিত করার।
পৃথিবীতে আছে যত কুলাঙ্গার সারমেয়
যারা রক্তস্নান করে রোজ রোজ
তাদের বিনাশে ভাই এবার মারণাস্ত্র ধরো
কে কোথায় আছে করো তার খোঁজ।
ঐ আফগানিস্তানের বুকে যত রক্ত ঝরে
তত রক্ত ঝরাও ভাই জালিমদের বুক থেকে
গর্জে ওঠো ফের হে মুসলিম বীর সেনানি
করো কতল সব অত্যাচারিদের একে একে।
ঐ ফিলিস্তিনের আসমান লালে লাল হলো
রোজ রোজ নিরীহ মানুষের রক্ত ঝরে ঝরে
মানবতার নিদারুণ পরাজয় বিশ্ব জুড়ে আজ
খুনিদের করে খুন মানবতা বাঁচাও পৃথিবী জুড়ে।
আজি ইরাক কিম্বা মায়ানমারের বুক জুড়ে
যত অবিচার চলছে নিরীহ মানুষের ওপরে
তার সমাধান একটাই রক্তের বদলে রক্ত
সম্মুখ সমরে অমানুষ খুনে হবে শান্তি ধরা পরে।
গড়ে তোলো প্রতিরোধ দিকে দিকে তাই
মানবতার অবমূল্যায়ণ আর না হওয়া চাই
বিশ্ব বিবেক কিম্বা জাতিসংঘ বলতে কিছু নাই
আপনাকে বাঁচাতে আপনি ধরো অস্ত্র ভাই।
সময় এসেছে আজ সমরে যাবার
এবার সময় এসেছে ভাই সমরে যাবার
আবার নতুন করে মানবতা প্রতিষ্ঠিত করার।
পৃথিবীতে আছে যত কুলাঙ্গার সারমেয়
যারা রক্তস্নান করে রোজ রোজ
তাদের বিনাশে ভাই এবার মারণাস্ত্র ধরো
কে কোথায় আছে করো তার খোঁজ।
ঐ আফগানিস্তানের বুকে যত রক্ত ঝরে
তত রক্ত ঝরাও ভাই জালিমদের বুক থেকে
গর্জে ওঠো ফের হে মুসলিম বীর সেনানি
করো কতল সব অত্যাচারিদের একে একে।
ঐ ফিলিস্তিনের আসমান লালে লাল হলো
রোজ রোজ নিরীহ মানুষের রক্ত ঝরে ঝরে
মানবতার নিদারুণ পরাজয় বিশ্ব জুড়ে আজ
খুনিদের করে খুন মানবতা বাঁচাও পৃথিবী জুড়ে।
আজি ইরাক কিম্বা মায়ানমারের বুক জুড়ে
যত অবিচার চলছে নিরীহ মানুষের ওপরে
তার সমাধান একটাই রক্তের বদলে রক্ত
সম্মুখ সমরে অমানুষ খুনে হবে শান্তি ধরা পরে।
গড়ে তোলো প্রতিরোধ দিকে দিকে তাই
মানবতার অবমূল্যায়ণ আর না হওয়া চাই
বিশ্ব বিবেক কিম্বা জাতিসংঘ বলতে কিছু নাই
আপনাকে বাঁচাতে আপনি ধরো অস্ত্র ভাই।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ২৪/০৭/২০২২অসাধারণ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৩/০৭/২০২২চমৎকার
-
ফয়জুল মহী ২২/০৭/২০২২চমৎকার সুন্দর প্রকাশ ! পাঠে মুগ্ধ।