জটিলতা
জোড়াতালি দেয়া সংসার আমার
একপাশ ধরে রাখলে
অন্যপাশ খসে পড়ে।
এ দেহ পিঞ্জরে
বুঝলাম না কিছু মন জুড়ে।
আষ্টেপৃষ্ঠে বাধা আমি
পারি না বন্ধন ছিন্ন করতে
অচিন পথে কে যেন টান মারে।
বুকে নিয়ে এত দায়ভার
কি করে পাড়ি দেব বিরহ পারাবার।
আমার চাওয়া পাওয়ার যোগফলে
নিদারুণ গড়মিল জগত সংসারে
ধরে রাখা দায়ভার সবই দেখি পালাবার।
তবুও রোজ রোজ সংগ্রাম দাঁড়াবার
জোড়াতালি দিয়ে কোনো মতে টিকে থাকার।
একপাশ ধরে রাখলে
অন্যপাশ খসে পড়ে।
এ দেহ পিঞ্জরে
বুঝলাম না কিছু মন জুড়ে।
আষ্টেপৃষ্ঠে বাধা আমি
পারি না বন্ধন ছিন্ন করতে
অচিন পথে কে যেন টান মারে।
বুকে নিয়ে এত দায়ভার
কি করে পাড়ি দেব বিরহ পারাবার।
আমার চাওয়া পাওয়ার যোগফলে
নিদারুণ গড়মিল জগত সংসারে
ধরে রাখা দায়ভার সবই দেখি পালাবার।
তবুও রোজ রোজ সংগ্রাম দাঁড়াবার
জোড়াতালি দিয়ে কোনো মতে টিকে থাকার।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আবুল হায়দার তরিক ২৪/০৭/২০২২মানুষের জীবন টাই জোড়াতালির
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৩/০৭/২০২২বেশ
-
সাইয়িদ রফিকুল হক ২২/০৭/২০২২ভাল।