রোহিঙ্গা
রোহিঙ্গা রক্তে লাল হলো
আজ জমিন আসমান
কাঁদে আকাশ বাতাস ধরনী
মানবতার চরম অপমান।
ঐ দেখ ভেসে ওঠে লাশ
আমার বোনের নির্যাতিত বোনের
অমানুষ ঘৃণ্য মায়ানমারি বৌদ্ধ কীট
আজ লজ্জা সারা পৃথিবীর।
মানবতার এই চরম ক্রান্তিলগ্নে
সবাই ঘুমিয়ে কারো সারা নেই
তারা ও মানুষ শুধু রোহিঙ্গা নয়
চলো সবে হাত বাড়িয়ে দেই।
জেগে ওঠো মুসলিম,বিশ্ব মানবতা
ধরো অস্ত্র প্রতিরোধে গণহত্যা
করো কতল অপরাধি সকলকে
প্রতিষ্ঠিত করো বিশ্বে সহমর্মিতা।
আজ জমিন আসমান
কাঁদে আকাশ বাতাস ধরনী
মানবতার চরম অপমান।
ঐ দেখ ভেসে ওঠে লাশ
আমার বোনের নির্যাতিত বোনের
অমানুষ ঘৃণ্য মায়ানমারি বৌদ্ধ কীট
আজ লজ্জা সারা পৃথিবীর।
মানবতার এই চরম ক্রান্তিলগ্নে
সবাই ঘুমিয়ে কারো সারা নেই
তারা ও মানুষ শুধু রোহিঙ্গা নয়
চলো সবে হাত বাড়িয়ে দেই।
জেগে ওঠো মুসলিম,বিশ্ব মানবতা
ধরো অস্ত্র প্রতিরোধে গণহত্যা
করো কতল অপরাধি সকলকে
প্রতিষ্ঠিত করো বিশ্বে সহমর্মিতা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ২৪/০৭/২০২২অসাধারণ
-
ফয়জুল মহী ১৯/০৭/২০২২হৃদয় ছোঁয়া অনন্য উপস্থাপন কবি।
শুভকামনা অহনির্শ। -
আলমগীর সরকার লিটন ১৯/০৭/২০২২চমৎকার মানবতার ছোঁয়া কবি দা