বিরহের গান তৃতীয় পর্ব
আমার চাওয়া হয়নি পাওয়া
ব্যথিত পরাণে শুধু আজ
বিরহের গান গাওয়া।
যে বিহঙ্গ দল উড়ে উড়ে
ঐ নীল নীল নীলিমায় হারায়
মন মোর আজ তার ই সঙ্গী
উড়ে উড়ে যায় ব্যথার সীমানায়।
আমার চাওয়া না পাওয়ায়
না পাওয়ায় উড়াল পাখি
নীরবে রোজ কাঁদে আঁখি
বলো কিভাবে হারাই কোথায়।
বলা হয়নি বোঝা যায়নি
চাওয়া আর পাওয়া হয়নি
হৃদয় তাই বিরহ ছাড়ে নি।
আমার চাওয়া পাওয়া হলো না
হৃদয় পাখি আজ চির আনমনা।
ব্যথিত পরাণে শুধু আজ
বিরহের গান গাওয়া।
যে বিহঙ্গ দল উড়ে উড়ে
ঐ নীল নীল নীলিমায় হারায়
মন মোর আজ তার ই সঙ্গী
উড়ে উড়ে যায় ব্যথার সীমানায়।
আমার চাওয়া না পাওয়ায়
না পাওয়ায় উড়াল পাখি
নীরবে রোজ কাঁদে আঁখি
বলো কিভাবে হারাই কোথায়।
বলা হয়নি বোঝা যায়নি
চাওয়া আর পাওয়া হয়নি
হৃদয় তাই বিরহ ছাড়ে নি।
আমার চাওয়া পাওয়া হলো না
হৃদয় পাখি আজ চির আনমনা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আমিনুল ইসলাম সৈকত ২৩/০৭/২০২২চমৎকার
-
মোঃজাকিরুল চৌধুরী ২০/০৭/২০২২শুভ কামনা রইল
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৮/০৭/২০২২সুন্দর
-
সিবগাতুর রহমান ১৮/০৭/২০২২অসাধারণ লেখা। শুভকামনা রইলো।
-
ফয়জুল মহী ১৭/০৭/২০২২অনুপম প্রকাশ