দূরত্ব
সময় দিয়ে যায় ফাঁকি
মন থাকে আটকে একাকি
সময়ের দাবি এক রকম
মনের দাবি অন্য রকম।
মন কি যে চায় আপনায়
সময় না বুঝে ফুরায়
মনের দাবি না মিটিয়েই
সময় দূরে দূরে পালাবেই।
মনের দাবিতে ইচ্ছের মিছিলে
সময় তাকায় না,নীরবে চলে
মন থাকে শুধু পথ চেয়ে
সময় বলে যাব ফুরিয়ে।
সময়ের দাবিতে বিরহী মন
শুধু অপ্রাপ্তি,সারাক্ষণ বেদন
মনের চাওয়া পাওয়া জমতে থাকে
সময় ও নীরবে পালাতে থাকে।
মন থাকে আটকে একাকি
সময়ের দাবি এক রকম
মনের দাবি অন্য রকম।
মন কি যে চায় আপনায়
সময় না বুঝে ফুরায়
মনের দাবি না মিটিয়েই
সময় দূরে দূরে পালাবেই।
মনের দাবিতে ইচ্ছের মিছিলে
সময় তাকায় না,নীরবে চলে
মন থাকে শুধু পথ চেয়ে
সময় বলে যাব ফুরিয়ে।
সময়ের দাবিতে বিরহী মন
শুধু অপ্রাপ্তি,সারাক্ষণ বেদন
মনের চাওয়া পাওয়া জমতে থাকে
সময় ও নীরবে পালাতে থাকে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মঈনুল ইসলাম ১৫/০৭/২০২২বিরহের দারুণ কাব্য!
-
এম এম হোসেন ২৯/০৬/২০২২হায়রে দূরত্ব
-
বোরহানুল ইসলাম লিটন ২৯/০৬/২০২২সুন্দর উপলব্ধির উচ্চারণ!
-
সাইয়িদ রফিকুল হক ২৮/০৬/২০২২ভাল।
-
ফয়জুল মহী ২৮/০৬/২০২২বাঃ ,অনন্য সৃষ্টিশীল ও মনোমুগ্ধকর একটি কবিতা । শুভকামনা কবি ।
-
শুভজিৎ বিশ্বাস ২৮/০৬/২০২২বেশ সুন্দর