সাধারণ
আমি গ্রামার শিখিনি পর্ব মাত্রা ও বুঝিনা শুধু ছল
আমি তোমার আঁখিকোণে দেখেছি দু ফোঁটা জল
আমার হৃদয় ও কেঁদেছে তখন হয়েছে বুকটা টলমল
বন্ধু গো আমার ও নীরবে ঝরেছে চোখের জল
তোমাতে আমাতে এই যে ব্যথার শোরগোল
তার কথাই বলেছি আমি আঁখি দুটি ছলছল।
আমি কবি নই শুধু হৃদয়ের কথা বলেছি
আপনার মনে আপনি একাকি কেঁদেছি
সেই কান্নার বিরহী সুরে নিজেতে হার মেনেছি
মোর হার মানা জলধি স্রোতে তোমাকে ভাসিয়েছি।
তুমি ভাসো ডোবো কিম্বা অবহেলায় রাখো সারাক্ষণ
আমি হৃদয়ের কথা চারদেয়ালে বলতে পারিনা প্রতিক্ষণ
পর্ব মাত্রার মাপামাপির ছক মানি নি কারন অকারন
আমি হৃদয় দুয়ার খুলে থেকেছি উন্মুক্ত অনুক্ষণ
তাই আমি কোনো কবি নই কোনো সাধারণ একজন
শুধু হৃদয়ের কথা আপনার তালে বলে যাচ্ছি অনুক্ষণ।
আমি তোমার আঁখিকোণে দেখেছি দু ফোঁটা জল
আমার হৃদয় ও কেঁদেছে তখন হয়েছে বুকটা টলমল
বন্ধু গো আমার ও নীরবে ঝরেছে চোখের জল
তোমাতে আমাতে এই যে ব্যথার শোরগোল
তার কথাই বলেছি আমি আঁখি দুটি ছলছল।
আমি কবি নই শুধু হৃদয়ের কথা বলেছি
আপনার মনে আপনি একাকি কেঁদেছি
সেই কান্নার বিরহী সুরে নিজেতে হার মেনেছি
মোর হার মানা জলধি স্রোতে তোমাকে ভাসিয়েছি।
তুমি ভাসো ডোবো কিম্বা অবহেলায় রাখো সারাক্ষণ
আমি হৃদয়ের কথা চারদেয়ালে বলতে পারিনা প্রতিক্ষণ
পর্ব মাত্রার মাপামাপির ছক মানি নি কারন অকারন
আমি হৃদয় দুয়ার খুলে থেকেছি উন্মুক্ত অনুক্ষণ
তাই আমি কোনো কবি নই কোনো সাধারণ একজন
শুধু হৃদয়ের কথা আপনার তালে বলে যাচ্ছি অনুক্ষণ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ২৭/০৬/২০২২
-
Rabia Onti ২৬/০৬/২০২২ভাল হয়েছে
-
এম এম হোসেন ২৬/০৬/২০২২ভালো লিখেছেন।
-
আলমগীর সরকার লিটন ২৬/০৬/২০২২বেশ আবেগময়
যেমন ভোরের কোলে জাগে সবিতা!
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।