সময় বিক্রেতা
তাল কেটে যাচ্ছে
সুরে আর বাঁধতে পারি না
কর্মজীবন আটটা দশটা
কোথায় ছুটছে মন জানি না।
দিয়েছি হৃদয় খুলে
রাখিনি বেঁধে একূলে ওকূলে
তবু পড়েছে বাঁধা
সময়ের বুকে বিরহ পলে পলে।
কোথায় ছুটছে তরী
কোন কূলে তার ঠিকানা
বেপরোয়া স্রোতে অর্থকড়ির প্রশ্ন
ভাসছে মন দোদুল্যমান অচেনা।
তাল কেটে যায় অবিরত
সুর হয় বেসুরো
তবু কর্মজীবন নিঠুর বাস্তবতা
সময়ের বিক্রেতা আমি বুঝতে পারো।
কবি মন আজ নিশ্চুপ বিরহী
সুর তাল হারিয়ে গেছে
কাটখোট্টা সময় পালিয়ে বেড়ায়
সময়ের পলায়নে বুকেতে বিষাদ জমেছে।
সুরে আর বাঁধতে পারি না
কর্মজীবন আটটা দশটা
কোথায় ছুটছে মন জানি না।
দিয়েছি হৃদয় খুলে
রাখিনি বেঁধে একূলে ওকূলে
তবু পড়েছে বাঁধা
সময়ের বুকে বিরহ পলে পলে।
কোথায় ছুটছে তরী
কোন কূলে তার ঠিকানা
বেপরোয়া স্রোতে অর্থকড়ির প্রশ্ন
ভাসছে মন দোদুল্যমান অচেনা।
তাল কেটে যায় অবিরত
সুর হয় বেসুরো
তবু কর্মজীবন নিঠুর বাস্তবতা
সময়ের বিক্রেতা আমি বুঝতে পারো।
কবি মন আজ নিশ্চুপ বিরহী
সুর তাল হারিয়ে গেছে
কাটখোট্টা সময় পালিয়ে বেড়ায়
সময়ের পলায়নে বুকেতে বিষাদ জমেছে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম. শহীদ ০৭/১০/২০২২চমৎকার লিখেছেন কবি।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৫/০৬/২০২২দারুণ
-
ফয়জুল মহী ২২/০৬/২০২২অনবদ্য প্রকাশ
ভালো লিখেছেন। -
তালাল উদ্দিন ২২/০৬/২০২২চমৎকার বহিঃপ্রকাশ। পড়ে খুব ভালো লাগলো।।
-
সাইয়িদ রফিকুল হক ২২/০৬/২০২২বেশ ভাল।
-
আব্দুর রহমান আনসারী ২২/০৬/২০২২বেশ চমৎকার
-
আলমগীর সরকার লিটন ২২/০৬/২০২২চমৎকার