মেঘমালা
সারাটি জীবন,এভাবে হাহাকার করবে মন
এটা বড় বিষাদের,বড় দুঃখের
তবু চেয়ে নিতে পারিনা আমি
সংশয়,ব্যবধান চাওয়া পাওয়ার।
সাদা কালো মেঘেরা উড়ে যায় দূর দূরে
তারা কিছু চেয়ে নিতে পারে না
শুধু যায় বৃষ্টি ঝরিয়ে
আর উষ্ণ পরাণে কিছু শীতলতা ছড়িয়ে
আমিও মেঘমালা যেন
হাহাকার হাহাকারে বিষাদ বৃষ্টি ঝরাই
ব্যথিতরে স্নান করাই
ফিরে ফিরে আসি বারবার।
সংক্ষিপ্ত
এটা বড় বিষাদের,বড় দুঃখের
তবু চেয়ে নিতে পারিনা আমি
সংশয়,ব্যবধান চাওয়া পাওয়ার।
সাদা কালো মেঘেরা উড়ে যায় দূর দূরে
তারা কিছু চেয়ে নিতে পারে না
শুধু যায় বৃষ্টি ঝরিয়ে
আর উষ্ণ পরাণে কিছু শীতলতা ছড়িয়ে
আমিও মেঘমালা যেন
হাহাকার হাহাকারে বিষাদ বৃষ্টি ঝরাই
ব্যথিতরে স্নান করাই
ফিরে ফিরে আসি বারবার।
সংক্ষিপ্ত
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ২২/০৬/২০২২অনুপম লেখনী
-
বোরহানুল ইসলাম লিটন ২২/০৬/২০২২জীবন ও প্রকৃতির অপূর্ব সমন্বয়!
-
তালাল উদ্দিন ২০/০৬/২০২২চমৎকার। এক কথায় অসাধারণ।
-
শুভজিৎ বিশ্বাস ২০/০৬/২০২২অসাধারণ লিখনপ
-
ফয়জুল মহী ২০/০৬/২০২২অনিন্দ্য সুন্দর লিখেছেন