নিজেরে বাঁচাও
যে আজ দুর্বল রয়েছে বলতে পারেনা
তোমার ক্ষমতার জোড়ে তাকে মের না
সে বলেনি কিন্তু তার দীর্ঘশ্বাস মজুদ
টের পাবে ঠিকই তুমি ধরলে যমদূত।
আজ যা করছ তুমি আপনার খেয়ালে
মহাজন চুপচাপ হাসছেন বসে আড়ালে
পুতুল তুমি মহাজন দিয়াছেন কিঞ্চিত ক্ষণ
এ জীবনে শুধু পরীক্ষা চলছে সারাক্ষণ।
অল্প সময়ের এই জীবনে তোমার বাড়াবাড়ি
জীবনের সাথে তোমার হয়ে গেলে ছাড়াছাড়ি
মহাজন একে একে ধরবেন যবে তোমায়
কোথায় রবে ক্ষমতা কি জবাব দেবে তায়।
সময় থাকতে বন্ধু নিজেরে করো সংশোধন
উঁচু নিচু যাই হোক সবে মানুষ সবে আপন
তোমার বাহাদুরি তোমার দেমাগ ক্ষণিকের তরে
নিজেরে বাঁচাও তুমি হুসে ফেরো জাড়িজুড়ি ছেড়ে।
তোমার ক্ষমতার জোড়ে তাকে মের না
সে বলেনি কিন্তু তার দীর্ঘশ্বাস মজুদ
টের পাবে ঠিকই তুমি ধরলে যমদূত।
আজ যা করছ তুমি আপনার খেয়ালে
মহাজন চুপচাপ হাসছেন বসে আড়ালে
পুতুল তুমি মহাজন দিয়াছেন কিঞ্চিত ক্ষণ
এ জীবনে শুধু পরীক্ষা চলছে সারাক্ষণ।
অল্প সময়ের এই জীবনে তোমার বাড়াবাড়ি
জীবনের সাথে তোমার হয়ে গেলে ছাড়াছাড়ি
মহাজন একে একে ধরবেন যবে তোমায়
কোথায় রবে ক্ষমতা কি জবাব দেবে তায়।
সময় থাকতে বন্ধু নিজেরে করো সংশোধন
উঁচু নিচু যাই হোক সবে মানুষ সবে আপন
তোমার বাহাদুরি তোমার দেমাগ ক্ষণিকের তরে
নিজেরে বাঁচাও তুমি হুসে ফেরো জাড়িজুড়ি ছেড়ে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ২২/০৬/২০২২বেশ সুন্দর
-
অভিজিৎ হালদার ১৯/০৬/২০২২সুন্দর ভাবনার বহিঃপ্রকাশ
-
আলমগীর সরকার লিটন ১৯/০৬/২০২২বেশ ভাবনাময় কবি দা
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৯/০৬/২০২২ভাল লেখা