ওয়াহিদ
অবুঝ রইলি রে তুই ওয়াহিদ
সারাক্ষণ তোর চোখে মুখে নিদ্
তোর বেলা যায় কে বলবে সে কথা
হায়রে অবুঝ বুঝলি না করলি যা তা।
রে বে খেয়াল দিন চলে যায় যায় রে
সত্য পথে তোর দেখা নাই কেন রে
বেলা যায় যায় রে চলে যায় হায়রে
তোর তরী ভিরবে কোথা তার খোঁজ নাইরে।
রে বে খবর সন্ধ্যে নামবে বুঝি ঐ দেখ চেয়ে
দৌঁড়ে দৌঁড়ে সময় নিমিষেই যায় হারিয়ে
তুই রইলি কিসের তরে একাকি পথ চেয়ে
ওরে অবুঝ মেহনত কর সত্য পথ চিনে নিয়ে।
ওরে অবুঝ বলি তবে এবার শোন রে শোন
ভুলের পিছনে না ঘুরে স্থির করে নে মন
আল্লাহ্ রাসুলের হুকুম মেনে গড়ে নে জীবন
ইহকাল পরকাল তোর সুখময় হবে সারাক্ষণ।
সারাক্ষণ তোর চোখে মুখে নিদ্
তোর বেলা যায় কে বলবে সে কথা
হায়রে অবুঝ বুঝলি না করলি যা তা।
রে বে খেয়াল দিন চলে যায় যায় রে
সত্য পথে তোর দেখা নাই কেন রে
বেলা যায় যায় রে চলে যায় হায়রে
তোর তরী ভিরবে কোথা তার খোঁজ নাইরে।
রে বে খবর সন্ধ্যে নামবে বুঝি ঐ দেখ চেয়ে
দৌঁড়ে দৌঁড়ে সময় নিমিষেই যায় হারিয়ে
তুই রইলি কিসের তরে একাকি পথ চেয়ে
ওরে অবুঝ মেহনত কর সত্য পথ চিনে নিয়ে।
ওরে অবুঝ বলি তবে এবার শোন রে শোন
ভুলের পিছনে না ঘুরে স্থির করে নে মন
আল্লাহ্ রাসুলের হুকুম মেনে গড়ে নে জীবন
ইহকাল পরকাল তোর সুখময় হবে সারাক্ষণ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৯/০৬/২০২২সুন্দর ভাবনা
-
সাইয়িদ রফিকুল হক ১৭/০৬/২০২২ভাল।
-
ফয়জুল মহী ১৭/০৬/২০২২গভীর ভাবনার সুনিপুণ প্রকাশ।