জ্ঞানহীন
ধরা দিয়ে যায় কিম্বা অনুভূতিতে
তার আসা যাওয়া সারাবেলা
এইতো কাছে হয়ত আবার দূরে
ধরা মাঝে বিছায়েছে কত রঙের খেলা।
নিশ্চুপে যাবতীয় চলাচল উপলব্ধি
কিছু যায় বোঝা কিছু তার অনুভব
সৃষ্টিতে সবকিছু নীরবে ই প্রকাশ
জ্ঞানহীন তাই বুঝিনা আমি কলরব।
উড়ে উড়ে দূরে মন হারায় সারাক্ষণ
কি অপরুপ তার সেই রুপ বুঝিনি
অবুঝ আমি অন্ধ আছি চোখ খুলিনি
বোঝার সাধ্য নাই তাই খুঁজেও দেখিনি।
আমি মূর্খ কমজোড় মোর জ্ঞান হায়
ধরতে গিয়ে বুঝতে গিয়ে ও আর পারিনা
অনুভূতি প্রখর নয় মগজে নাই ঘিলু
আমি অবুঝ বুঝদার আর হওয়া গেল না।
তার আসা যাওয়া সারাবেলা
এইতো কাছে হয়ত আবার দূরে
ধরা মাঝে বিছায়েছে কত রঙের খেলা।
নিশ্চুপে যাবতীয় চলাচল উপলব্ধি
কিছু যায় বোঝা কিছু তার অনুভব
সৃষ্টিতে সবকিছু নীরবে ই প্রকাশ
জ্ঞানহীন তাই বুঝিনা আমি কলরব।
উড়ে উড়ে দূরে মন হারায় সারাক্ষণ
কি অপরুপ তার সেই রুপ বুঝিনি
অবুঝ আমি অন্ধ আছি চোখ খুলিনি
বোঝার সাধ্য নাই তাই খুঁজেও দেখিনি।
আমি মূর্খ কমজোড় মোর জ্ঞান হায়
ধরতে গিয়ে বুঝতে গিয়ে ও আর পারিনা
অনুভূতি প্রখর নয় মগজে নাই ঘিলু
আমি অবুঝ বুঝদার আর হওয়া গেল না।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শুভজিৎ বিশ্বাস ১৮/০৬/২০২২সুন্দর লাগলো
-
সুকান্ত ঘোষ ১৭/০৬/২০২২বেশ ভালো।
-
বোরহানুল ইসলাম লিটন ১৭/০৬/২০২২অতি সুন্দর কবিতা!
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৭/০৬/২০২২সুন্দর
-
ফয়জুল মহী ১৭/০৬/২০২২বাহ্ খুব সুন্দর লিখেছেন,
ভালোই লাগলো। -
সিবগাতুর রহমান ১৬/০৬/২০২২দারুন লিখেছেন কবি বন্ধু।