ফুলের বাগান
তুমি এলে হৃদয়ে বাগান সাজিয়ে
ফুলের বাগান
তোমার আগমনে মধুময় সৌরভে
হৃদয়পুরে বাজে আনন্দ গান।
ওগো তোমার আগমন সে তো
সুখ পরশ মাখা
তোমার উপস্থিতি বড় ই প্রশান্তিময়
ওগো মনচোর নিঠুর সখা।
দিবস রজনী তোমার লাগি রে সখা
হৃদয়পুরে ছিল যত কাঁদন
এক নিমিষেই থেমে গেল সবটুকু
লাগল হৃদয়ে মায়াবী আলোড়ন।
তুমি এলে তাই জ্বলল হৃদয়বাতি
আলোকিত হলো মোর জীবন
সখা তোমার ভালোবাসায় মধুময়
মধুময় হয়ে উঠল মোর ভুবন।
ফুলের বাগান
তোমার আগমনে মধুময় সৌরভে
হৃদয়পুরে বাজে আনন্দ গান।
ওগো তোমার আগমন সে তো
সুখ পরশ মাখা
তোমার উপস্থিতি বড় ই প্রশান্তিময়
ওগো মনচোর নিঠুর সখা।
দিবস রজনী তোমার লাগি রে সখা
হৃদয়পুরে ছিল যত কাঁদন
এক নিমিষেই থেমে গেল সবটুকু
লাগল হৃদয়ে মায়াবী আলোড়ন।
তুমি এলে তাই জ্বলল হৃদয়বাতি
আলোকিত হলো মোর জীবন
সখা তোমার ভালোবাসায় মধুময়
মধুময় হয়ে উঠল মোর ভুবন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ০৯/০৬/২০২২সুধাময়তায় পূর্ণ
-
বোরহানুল ইসলাম লিটন ০৯/০৬/২০২২সুন্দর ও সুধাময়!
-
সাইয়িদ রফিকুল হক ০৮/০৬/২০২২ভালো।
-
আব্দুল মান্নান মল্লিক ০৭/০৬/২০২২খুব সুন্দর
-
আব্দুল মান্নান মল্লিক ০৭/০৬/২০২২চমৎকার লিখনি
-
ফয়জুল মহী ০৭/০৬/২০২২Excellent