আশার তরী
ছুটছে আশার তরী
ঝড় বাদল কিছু না মানি
উথাল পাতাল স্রোতে ডুবু ডুবু
তবু আশাবাদী তরীখানি।
পাড়ি দেবে অকূল পাথার
বাধা আসুক হাজার বার
নিয়ে আল্লাহ্ রাসূলের নাম
ছুটছে তরী অসীম পারাবার।
প্রত্যয়ী বুকে সংগ্রামী তরী
হাল ছেড়ে দেওয়ার নয়
জলধির বুক হোক না স্রোতোস্বীনি
ছুটবেই তরী সম্মুখে বিজয়।
সাহসী তরীর কান্ড দেখে
আমজনতার বুকে জাগে ভয়
ডুববেই তরী প্রবল ঝরে
জয়-পরাজয়ে জেগেছে সংশয়।
ঝর থেমে গেল শান্ত পারাবার
আশাবাদী স্বপ্নমাখা তরীখানি
মাথা জাগিয়ে অটুট রয়েছে হায়
সাহসী বিজয়ী তরী সম্মুখে সন্ধানী।
বিঃদ্রঃ তরী বলতে তারুণ্য শক্তিকে বোঝানো হয়েছে । যুবকদের একতা এবং প্রত্যয়ী সংগ্রামকে তুলে ধরা হয়েছে।
ঝড় বাদল কিছু না মানি
উথাল পাতাল স্রোতে ডুবু ডুবু
তবু আশাবাদী তরীখানি।
পাড়ি দেবে অকূল পাথার
বাধা আসুক হাজার বার
নিয়ে আল্লাহ্ রাসূলের নাম
ছুটছে তরী অসীম পারাবার।
প্রত্যয়ী বুকে সংগ্রামী তরী
হাল ছেড়ে দেওয়ার নয়
জলধির বুক হোক না স্রোতোস্বীনি
ছুটবেই তরী সম্মুখে বিজয়।
সাহসী তরীর কান্ড দেখে
আমজনতার বুকে জাগে ভয়
ডুববেই তরী প্রবল ঝরে
জয়-পরাজয়ে জেগেছে সংশয়।
ঝর থেমে গেল শান্ত পারাবার
আশাবাদী স্বপ্নমাখা তরীখানি
মাথা জাগিয়ে অটুট রয়েছে হায়
সাহসী বিজয়ী তরী সম্মুখে সন্ধানী।
বিঃদ্রঃ তরী বলতে তারুণ্য শক্তিকে বোঝানো হয়েছে । যুবকদের একতা এবং প্রত্যয়ী সংগ্রামকে তুলে ধরা হয়েছে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ০৯/০৬/২০২২দারুণ লিখেছেন। আশা জেগে থাকুক।
-
সাইয়িদ রফিকুল হক ০৬/০৬/২০২২বেশ!
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ০৬/০৬/২০২২জাগরণমূলক ও উদ্দীপনা জাগানো কবিতা।
-
ফয়জুল মহী ০৬/০৬/২০২২দারুণ সুন্দর লেখা বেশ ভালো লাগলো